(Source: Poll of Polls)
National Highway Blocked: পয়গম্বর বিতর্কের আঁচ বাংলাতেও, সকাল থেকে স্তব্ধ জাতীয় সড়ক ৬, নাজেহাল সাধারণ মানুষ
Prophet Muhammad Remarks: প্রায় দু’সপ্তাহ কয়েক আগে পয়গম্বর মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন দিল্লির প্রাক্তচন বিজেপি নেত্রী নূপুর শর্মা। তারই প্রতিবাদে পথ অবরোধ।
সুনীত হালদার, আশাবুল হোসেন ও সৌমিত্র রায়, হাওড়া: পয়গম্বর বিতর্কের আঁচ এ বার বাংলাতেও। তার জেরে স্তব্ধ হাওড়ার ৬ নম্বর জাতীয় সড়ক। সকাল গড়িয়ে রাত হতে চললেও, এখনও পর্যন্ত অবরোধ সরেনি সেখান থেকে। এক ঘণ্টা, দু'ঘণ্টা নয়, টানা সাড়ে সাত ঘণ্টা ধরে সেখানে গাড়ির মধ্যে কার্যত দমবন্ধ অবস্থায় আটকে রয়েছেন সাধারণ যাত্রীরা। বিষয়টি নিয়ে বিকেলেই নবান্ন থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। স্থানীয় পুলিশ, প্রশাসন, ক্লাব এবং ইমামদের পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে আসার নির্দেশ দেন। তার পরেও এখনও কাটেনি অচলাবস্থা (Howrah News)।
পয়গম্বর বিতর্কে জাতীয় সড়ক অবরোধ
মাথার আগুন ঝরানো রোদ। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতা প্রায় ৮৮ শতাশ। বৃহস্পতিবার সকালে সেই আবহেই অবরোধের মুখে পড়েন যাত্রীরা। কয়েক কিলোমিটার লম্বা যানজটে নাজেহাল অবস্থা হয় হাজার হাজার মানুষের। তাঁদের মধ্যে কেউ আসছিলেন কলকাতায় ডাক্তার দেখাতে, কেউ আবার ব্যবসা এবং অফিসের কাজে বেরিয়েছিলেন।নকিন্তু হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে অবরোধের জেরে তাঁরা আটকে প্রায় ৭ ঘণ্টারও বেশি সময় ধরে (National Highway 6)।
প্রায় দু’সপ্তাহ কয়েক আগে পয়গম্বর মহম্মদ (Row over Prophet Muhammad Remarks) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন দিল্লির প্রাক্তচন বিজেপি নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma)। তারই প্রতিবাদে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, হাওড়ার নিবড়ায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পথ অবরোধ শুরু করা হয়। সেইসঙ্গে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ চলে।
এই ৬ নম্বর জাতীয় সড়ক একটি ফ্ল্যাঙ্ক সাঁতরাগাছি হয়ে চলে গেছে হাওড়া স্টেশন এবং নবান্নের দিকে। অন্য রাস্তাটি দক্ষিণেশ্বর, ডানলপ হয়ে ঢুকেছে কলকাতায়। অবরোধের জেরে জাতীয় সড়কের দু’দিকের ফ্ল্যাঙ্কেই থমকে যায় গাড়ি। চূড়ান্ত বিপাকে পড়েন সাধারণ মানুষ। জল, খাবারও পাননি কেউ।
সকাল থেকে নাজেহাল মানুষ
খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও, অবরোধ তোলা যায়নি। আবার একটানা এই অবরোধ তুলতে কোনও কড়া পদক্ষেপ করতেও পুলিশকে দেখা যায়নি বলে অভিযোগ। সেই নিয়ে এ দিন নবান্নে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "ইমাম অ্যাসোসিয়েশনের নাম করে পথ অবরোধ করছে। দিল্লির ঘটনা নিয়ে বাংলার সাধারণ মানুষকে কেন ভোগাচ্ছেন? আমি চাইলেই তুলে দিতে পারি, কিন্তু ঝামেলা চাই না। বিজেপির প্রতিবাদ প্রতিবাদ করতে চাইলে ট্রেনে করে দিল্লি গিয়ে প্রতিবাদ করুন। মোদির পদত্যাগ চান।"