Howrah News: ডেঙ্গি প্রতিরোধে 'ব্যর্থতার' অভিযোগ, হাওড়া পুরসভা অভিযান বিজেপির
BJP in Howrah on Dengue Situation: ডেঙ্গি প্রতিরোধে 'ব্যর্থতার' অভিযোগ, বিজেপির অভিযান শুরুর আগেই তৎপর পুলিশ। ঘিরে ফেলা হয়েছে হাওড়া পুরসভার গেট।
হাওড়া: ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে (BJP) বিজেপি যুব মোর্চার হাওড়া পুরসভা অভিযান। হাওড়া (Howrah) ময়দানের বঙ্গবাসী মোড়ে জড় হন যুব মোর্চার সদস্যরা। বিজেপির অভিযান শুরুর আগেই তৎপর পুলিশ। রাস্তায় ব্যারিকেড। প্রস্তুত র্যাফ। ঘিরে ফেলা হয়েছে হাওড়া পুরসভার (Howrah Municipality) গেট।
রোজ হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া
রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি-চিত্র। রোজ হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। মৃত্যুও। এর মাঝেই রাজ্য সরকারকে বারবার নিশানা করছে বিরোধীরা। তারা তুলে এনেছে স্বাস্থ্যক্ষেত্রে প্রয়োজনীয় বরাদ্দের অভাব, তথ্য গোপনের মত অভিযোগ। এরমাঝেই শাসকপক্ষও পাল্টা তাঁদের বক্তব্য রাখছে। সোমবারও শহরের দু-প্রান্তে কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ-মিছিলের আয়োজন করা হয়। আর তা নিয়েই একযোগে বিরোধীদের নিশানা শানিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়রের আক্রমণ, 'নেই কাজ তো খই ভাজ।'
ডেঙ্গি ইস্যুতেই শাসককে নিশানা করে মিছিল
বঙ্গে গণতন্ত্র রয়েছে বলেই প্রতিবাদ করার রাস্তাও রয়েছে বলেই মত ফিরহাদ হাকিমের। যদিও প্রতিবাদের সেই রাস্তার বিরোধীরা অপব্যবহার করছে বলে জানিয়ে তাঁর খোঁচা, 'পারলে আদিত্যনাথের রাজ্যে গিয়ে বিক্ষোভ দেখান, কারণ ওখানে ডেঙ্গির প্রকোপ এবারে সবথেকে বেশি। ওখানে গিয়ে পারবেন না, কারণ ওঁদের পুলিশ মেরে তুলে দেয়। ওখানে বুলডোজার চলে আর বাংলায় গণতন্ত্র।'প্রসঙ্গত, ডেঙ্গি রুখতে কলকাতা পুরসভা ও রাজ্য সরকার ব্যর্থ এই অভিযোগ তুলে দক্ষিণ কলকাতায় এদিন মিছিল করে কংগ্রেস। মেয়রের বাড়ি পর্যন্ত যাওয়ার কথা থাকলেও তাঁদের মিছিল অনেক আগেই আটকে দেয় পুলিশ। এদিকে, উত্তর কলকাতায় ডেঙ্গি ইস্যুতেই শাসককে নিশানা করে মিছিল করে বিজেপির যুব মোর্চা।
আরও পড়ুন, সাঁইথিয়ায় আজও বোমা উদ্ধার, বাড়িতে ঢুকে তল্লাশি বোম স্কোয়াডের
কলকাতা সহ রাজ্যে ডেঙ্গি হাল যে ভয়াবহ তা অবশ্য স্বীকার করে নিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়রের কথা, 'ডেঙ্গি যেন মহামারীর আকার নিয়ে এসেছে এবার।' মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডে এখনও অবধি ১১১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। সর্বাধিক ৪৭৬ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১০৬ নম্বর ওয়ার্ডে। কলকাতায় এখনও অবধি ২৬ জনের মৃত্যু হয়েছে। আর শহরে আক্রান্তের সংখ্যা ৬ হাজার পেরিয়ে গেছে। কলকাতা পুরসভার ( KMC) সূত্রে খবর, শহরের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে ১০০-জনের বেশি ডেঙ্গিতে আক্রান্ত।