Howrah News : বাড়ির সামনে প্রস্রাবের প্রতিবাদ করায় মহিলাদের মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানি সাঁতরাগাছিতে
Howrah Clash : প্রতিবাদী এক মহিলা বলেছেন, মহিলাদের গায়ে হাত দিয়েছে। খারাপ খারাপ কথা বলছিল ওরা।
সুনীত হালদার, সাঁতরাগাছি (হাওড়া) : বাড়ির সামনে প্রস্রাব করা নিয়ে দুই প্রতিবেশীর ঝামেলা। প্রতিবাদ করায় মহিলাকে মারধরের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ আগ্নেয়াস্ত্র (arms) বের করে শাসানিও দেয় এক অভিযুক্ত। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করেই তুমুল উত্তেজনা তৈরি হয় হাওড়ার (Howrah) সাঁতরাগাছির (Santragachi) সুলতানপুরে।
ঠিক কী ঘটেছে
স্থানীয় বাসিন্দা এক মহিলার দাবি, উল্টো দিকের বাড়ির এক যুবক তাঁদের বাড়ির সামনে প্রস্রাব করছিলেন। অভিযোগ, এ নিয়ে প্রতিবাদ জানালে শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যে যা রূপ নেয় হাতাহাতির। প্রতিবাদী মহিলাকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। প্রতিবাদী এক মহিলা বলেছেন, মহিলাদের গায়ে হাত দিয়েছে। খারাপ খারাপ কথা বলছিল ওরা।
অভিযোগ সেইসময় ঘটনাস্থলে আসে অভিযুক্ত যুবকের আরেক আত্মীয়। দ্বিতীয় যুবক ঘটনাস্থলে এসেই একটি আগ্নেয়াস্ত্র বের করে শাসানি দেয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এখানে প্রস্রাব করছিল ছেলেগুলো। মহিলারা বাধা দেয় বলে তাদের মারধর করে। এরা দুষ্কৃতী। আমি ছবি তুলছিলাম বলে আমাকে হুমকি দেয় আগ্নেয়াস্ত্র বের করে দেখায়।
পুলিশি পদক্ষেপ
ঘটনাস্থলে আসে সাঁতরাগাছি থানার পুলিশ। অভিযুক্ত দুই যুবককে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশ সূত্রে দাবি, আগ্নেয়াস্ত্র নয়, অভিযুক্ত যুবকের কাছ থেকে একটি পাখি মারার অস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
এদিকে, কিছুদিন আগেই পর্ণশ্রীতে ফুটপাথে দোকান বসানো ঘিরে বচসা বাঁধে। দোকান লাগোয়া কারখানা মালিকের হুমকি ও তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যার ভিডিও ভাইরাল হয়। দোকানে বেআইনি নেশার জিনিস বিক্রি হয়, অভিযোগ করেন কারখানা মালিক। অন্যদিকে, প্রতিবাদ করলে শাবল বার করে মারতে আসে দোকান মালিক। তার পরই নিজের সুরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বার করতে হয়, দাবি করেন কারখানা মালিক।
আরও পড়ুন- অবশেষে স্বস্তির বৃষ্টি, ছিটেফোঁটার রেশ কাটিয়ে ঝমঝমিয়ে কবে থেকে ? কবে কমবে গরম ?