IMD Weather Alert : তীব্র বেগে উঠবে ধুলোর ঝড়, তুমুল বৃষ্টি, পড়তে পারে শিলও, বড় সতর্কতা জারি করল IMD
West Bengal Weather Update - বড়সড় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে ১৮ রাজ্যে। আগামী ৫ দিন ধরে ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।

কলকাতা : বৃহস্পতিবার সন্ধেয় ঝড় বৃষ্টিতে ধুয়ে গিয়েছে মহানগর। বৈশাখী বিকেলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কলকাতা ও জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে রয়েছে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও। তবে শুধু বাংলা নয়, একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে বড়সড় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে ১৮ রাজ্যে। আগামী ৫ দিন ধরে ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।
আপনার এলাকাও কি আছে আইএমডি-র তালিকায়?
রিপোর্ট বলছে, শনিবার পর্যন্ত এ রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি চলবে। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) বলছে, দেশের বেশ কয়েকটি জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার জেরে আবহাওয়া দেখাবে ভয়াবহ রূপ। অনেক রাজ্যে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে। ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ধুলোর ঝড়। সেই সঙ্গে নামতে পারে শিলাবৃষ্টি। রাজধানী সহ ১৮ টি রাজ্যে প্রবল বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কা করেছে আইএডি। এই বিষয়ে একটি সতর্ক বার্তাও জারি করেছে আবহাওয়া দফতর।
সারা দেশের বিভিন্ন জায়গায় অনেকগুলি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যেমন, উত্তর-পশ্চিম রাজস্থানের উপর, দ্বিতীয়টি বিহারের উপর এবং তৃতীয়টি পূর্ব আসামের উপর । এছাড়াও আরও তিনটি ঘূর্ণাবর্ত লক্ষ করা যাচ্ছে। আগামী ৫ দিন উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে বজ্রঝড় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস বলছে, ১৮ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভালরকম ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আগামী বেশ কয়েকদিন ধরে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর ওড়িশায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ধুলোবালির ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি থেকে ৭০ কিমি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ১৮ এপ্রিল বিহারেও আশঙ্কা রয়েছে ঝড়ের।
বঙ্গে কোথায় কোথায় দুর্যোগ সঙ্কেত ?
শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে। আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।






















