Howrah Accident: হাওড়ায় লোহার রড ভর্তির ঠেলাগাড়ির চাকা ফেটে গুরুতর জখম ১
Howrah Accident News:পুলিশ সূত্রে খবর স্থানীয় বাসিন্দা সমীর মান্না রাস্তার ধারে রকে বসেছিলেন। সেই সময় ওই রাস্তা দিয়ে একটি লোহার রড ভর্তি ঠেলাগাড়ি যাচ্ছিল।
সুনীত হালদার, হাওড়া: লোহার রড ভর্তি ঠেলাগাড়ির চাকা ফেটে জখম এক পথচারী। আজ দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া থানার রাজবল্লভ সাহা লেনে। পুলিশ সূত্রে খবর স্থানীয় বাসিন্দা সমীর মান্না রাস্তার ধারে রকে বসেছিলেন। সেই সময় ওই রাস্তা দিয়ে একটি লোহার রড ভর্তি ঠেলাগাড়ি যাচ্ছিল। হঠাৎ ঠেলাগাড়ির একটি চাকা ফেটে যাওয়ায় গুরুতর জখম হন সমীরবাবু। তাঁর মুখ এবং মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ঠেলাগাড়িতে অতিরিক্ত লোহা লোড করার জন্য এই দুর্ঘটনা। হাওড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিন রাজ্যের অন্য প্রান্তে আরও একটি দুর্ঘটনা ঘটে। একেবারে বলা চলে মর্মান্তিক দুর্ঘটনা। মায়াপুরে ছাড়ি গঙ্গার জলে ডুবে মৃত্যু হল এক যুবক ও এক যুবতীর। ঘটনাটি বুধবার রাতে মায়াপুরের গঙ্গানগরে ঘটেছে। মৃত ওই দুজন হলেন ২১ বছর বয়সী মলয় সাহা ওরফে বিশ্বরূপ ও ৩৫ বছর বয়সী লীলা অবতার দাস। জানা গেছে, মৃত ওই যুবক মায়াপুর হাসপাতাল পাড়ায় মামার বাড়িতে থাকত। তার আসল বাড়ি শক্তিনগরের বৈকুণ্ঠ সড়কে। অন্যদিকে ওই যুবতী চায়নার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছাড়ি গঙ্গায় রাখা জেলেদের একটি ছোট নৌকায় উঠেছিল ওই দু'জন। কোনও কারণে নৌকায় জল ঢুকে যাওয়ায় সেটি ডুবে যায়। এই খবর জানাজানি হতেই খোঁজাখুঁজি শুরু হয়। রাতেই প্রথমে জল থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হয় ওই যুবতীকে। এরপর দুজনকেই স্থানীয় প্রাথমিক মায়াপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে মায়াপুরে। বৃহস্পতিবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।