(Source: ECI/ABP News/ABP Majha)
Eden Gardens : ঝড়ের তাণ্ডব ইডেনজুড়ে, প্লে-অফের প্রাক্কালে ছুটে এলেন মহারাজ
IPL Play Off : আগামী ২৪ ও ২৫ মে ইডেনে প্লে-অফের দুটি ম্যাচ রয়েছে। তার আগে মাঠ পরিদর্শেন আসেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।
সৌমিত্র রায়, কলকাতা : ইডেনে (Eden Gardens) আইপিএলের (IPL 2022) প্লে-অফের (IPL Play Off) ম্যাচের আগে চিন্তার ভাঁজ তৈরি করল ঝড়ের (Strom) তাণ্ডব, প্রবল বৃষ্টি। প্রবল ঝড়ের মাঝে উড়ে যায় পিচের কভার, বৃষ্টির দাপটে গোটা নন্দন কাননে তৈরি হয় জল থইথই অবস্থা। ঝড়ের তাণ্ডবের মাঝে ভেঙে যায় প্রেস বক্সের কাচ। যদিও সৌভাগ্যবশত বড় কোনও বিপত্তি ঘটেনি। ঝড়-বৃষ্টি শেষ হতেই মাঠ পরিদর্শন করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
ইডেনে আইপিএল প্লে-অফের ম্যাচ
আগামী ২৪ ও ২৫ মে ইডেনে প্লে-অফের দুটি ম্যাচ রয়েছে। তার আগে মাঠ পরিদর্শেন আসেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। তিনি ইডেনের বাইরে পরিদর্শন করার পরই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। যার জেরে আর মাঠ পরিদর্শন করা হয়নি তাঁর। যদিও ইডেনে সিএবি ও বিসিসিআই কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক সারেন কলকাতার সিপি। সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজনের লক্ষ্যে যে তাঁর প্রস্তুত সেটাও জানিয়ে দেন বিনীত গোয়েল।
মাঝে দু'বছর করোনার জেরে স্তব্ধ থাকার পর কার্যত তিন বছর পর ইডেন গার্ডেন্সে ফের আয়োজিত হতে চলেছে আইপিএলের ম্যাচ। এবারে আবার একেবারে বিজনেজ এন্ডের খেলাগুলি। প্লে-অফের প্রাক্কালে ইতিমধ্যে শহরে আসতে শুরু করেছে সেই পর্বে পৌঁছনো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। কলকাতার ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্স শিবির এবারে ঘরের মাঠে প্লে-অফে খেলার সুযোগ তৈরি করতে ব্যর্থ হলেও ম্যাচ ঘিরে অবশ্য কলকাতা তথা বাংলার ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তুঙ্গে।
আরও পড়ুন-'ঈশ্বরের' প্রশংসা কাঁধে কলকাতার পথে ঋদ্ধিমান
ঝড়-বৃষ্টির তাণ্ডব রাজ্যজুড়ে
রাজ্যের একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে শনিবার সন্ধেয়। বর্ধমানে (Bardhaman) ঝড়ে ভেঙে তাতে চাপা পড়ে মৃত্যু হয় এক কিশোরের। একইসঙ্গে আহত হন দুই জন। অন্যদিকে আলিপুরেও (Alipore) ঝড়ে ভেঙে পড়ে গাছ। ডাফরিন রোডে গাছ ভেঙে পড়ে দুমড়ে মুচড়ে যায় ট্রাফিক সার্জেন্টের (Traffic Sergent) বাইক। অন্য়দিকে প্রবল বৃষ্টিতে ব্যাহত মেট্রো চলাচলও (Metro facility)। সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা।
আরও পড়ুন: Weather Update: কলকাতাসহ একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আলাদা করে ঝড়র সম্ভাবনা ছিল না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান , বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা। পাশাপাশি, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।