Wriddhiman Saha : 'ঈশ্বরের' প্রশংসা কাঁধে কলকাতার পথে ঋদ্ধিমান
Sachin Tendulkar : আগামী ২৪ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হতে চলা প্রথম কোয়ালিফায়ারে খেলবে গুজরাত টাইটান্স। তার আগে ঋদ্ধির প্রশংসায় সচিন।
![Wriddhiman Saha : 'ঈশ্বরের' প্রশংসা কাঁধে কলকাতার পথে ঋদ্ধিমান IPL 2022 Wriddhiman Saha and Gujrat Titans on the way to Kolkata for IPL Play off Sachin Tendular parises bengali Wicketkeeper Batsman Wriddhiman Saha : 'ঈশ্বরের' প্রশংসা কাঁধে কলকাতার পথে ঋদ্ধিমান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/a6632719e4d84575b6d10d2e463ffcc1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : সুযোগ পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত এবারের আইপিএলে (IPL 2022) ৯ টি ম্যাচে নেমেছেন ব্যাট হাতে। উইকেটের পিছনে দৃপ্ত পদচারণার পাশাপাশি উইকেটের সামনেও যে তিনি সুপারম্যান হয়ে ওঠার ক্ষমতা রাখেন, সেটাই যেন এবারের আইপিএলে বুঝিয়ে ছেড়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) হয়ে এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৩৯-এর গড়ে করে ফেলেছেন ৩১২ রান। গড় স্ট্রাইক রেটও ১২৫-এর কাছাকাছি। প্রথম দল হিসেবে হার্দিক পাণ্ড্যদের (Hardik Pandya) প্লে-অফে পৌঁছনো ও লিগ টেবিলের একেবারে মগডালে থেকে সরাসরি কোয়ালিফায়ারে খেলার সুযোগ করে নেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই বঙ্গসন্তানের। আর সেই অবদানের জন্যই বিশেষ প্রশংসা পেলেন ঋদ্ধি। স্বয়ং ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) মুগ্ধ এবারের আইপিএলে ব্যাটার ঋদ্ধি ২.০ কে দেখে।
ঋদ্ধির প্রশংসায় মাস্টার ব্লাস্টার
ঋদ্ধির ব্যাটে দুরন্ত ছন্দ দেখে প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকার। মাস্টার ব্লাস্টার জানিয়েছেন, 'ঋদ্ধিমান সাহাকে প্রয়োজনীয় সমীহ দেওয়া হয় না। আমি জানি ও কতটা ভয়ঙ্কর ভাল ক্রিকেটার। স্পিনার হোক বা পেসার সবার বিরুদ্ধে শট খেলতে স্বচ্ছন্দ ও। শুরু দিকে প্রয়োজনীয় স্ট্রাইকের অভাবে পুরো ছন্দে খেলতে পারছিল না। একজন ব্যাটার ভাল ছন্দে থাকলে, যত বেশি বল খেলতে পারবে ততই সেটা তাঁর ও দলের, দু'য়ের পক্ষেই ভাল।'
ভাল ফর্মে ঋদ্ধি
বাংলা দলের হয়ে তাঁর রঞ্জি খেলা নিয়ে বিবাদ-বিতর্ক চলার মাঝেই আইপিএলের শেষপর্বেও নিজেকে ফের প্রমাণ করে দেওয়ার মানসিকতা নিয়েই কলকাতার পথে পা বাড়ালেন ঋদ্ধিমান সাহা। আগামী ২৪ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হতে চলা প্রথম কোয়ালিফায়ারে খেলবে গুজরাত টাইটান্স। সেই লক্ষ্যেই কলকাতার পথে পাড়ি দিল আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিটি। সোশাল মিডিয়ায় বাংলা তথা ভারতীয় দলের অপর সতীর্থ মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। ইডেনে খেলতে যে তিনি মুখিয়ে সেটাও জানিয়ে দিয়েছেন ঋদ্ধি।
প্রসঙ্গত, ইতিমধ্যে তিলোত্তমায় এসে পৌঁছে গিয়েছে প্লে-অফে স্থান করে নেওয়া এবারের আইপিএলের অন্য নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস। এদিক, এদিনই সন্ধের দিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে ইডেন পর্যবেক্ষণ করা হয়। মেগা ইভেন্টের মহারণগুলি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পুলিশের সহযোগিতা নিয়ে কোনও খামতি রাখতে নারাজ বঙ্গ ক্রিকেট সংস্থা। কারণ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরে দেশের সবথেকে আর্কষণীয় টি২০ লিগের বিজনেজ এন্ডের খেলা বলে কথা।
আরও পড়ুন- শান্ত হয়ে ভাবো, রান করে সকলের মুখ বন্ধ করে দাও, ঋদ্ধিকে ফোন করে বললেন অরুণ লাল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)