Jadavpur University Chaos: যাদবপুরে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ১, ধৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, IT সংস্থার কর্মী, আজ আদালতে তোলা হবে
Jadavpur University Clash: অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই তরুণকে।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার। চলল ভাঙচুর, অগ্নিসংযোগ, সম্পত্তি নষ্ট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরও হামলার অভিযোগ। ছাত্রদের কয়েক জনও আহত হয়েছেন। আর সেই ঘটনায় এবার একজনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন ছাত্র মহম্মদ সাহিল আলি। ধৃত তরুণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বর্তমানে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত বলে জানা গিয়েছে। (Jadavpur University Chaos)
অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই তরুণকে। শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, শিক্ষাবন্ধু সমিতির অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা যখন ঘটে, তাঁকে সেখানে দেখাও গিয়েছে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তথ্যপ্রযুক্তি সমস্থায় কর্মরত তিনি। আজই ধৃতকে আদালতে পেশ করবে পুলিশ। (Jadavpur University Clash)
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় মোট পাঁচটি অভিযোগ দায়ের হয়েছে। শিক্ষাবন্ধু সমিতির অফিসে ভাঙচুরের পাশাপাশি, দু'বার আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। জানা গিয়েছে, প্রথনে বাইরে জিনিসপত্র ভেঙে আগুন ধরানো হয়। পরে আগুন ধরানো হয় অফিস ঘরের ভিতরে। সেই ঘর ঘিরে রেখেছে পুলিশ। আজ সেখানে এসে পৌঁছনোর কথা ফরেন্সিক বিভাগের। তাঁরা তদন্ত করে দেখবেন।
ছাত্র সংসদের নির্বাচন করানোর দাবিতে গতকাল রণক্ষেত্রে পরিণত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য WBCUPA-র বৈঠকে যোগ দেন। সেখানে তাঁকে ঘিরে তাণ্ডব শুরু হয়। গাড়ির চাকার হাওয়া খুলে নেওয়া থেকে, গাড়ির কাচ ভাঙার অভিযোগ ওঠে। পাশাপাশি, জুতোও ছোড়া হয় ব্রাত্যকে দেখে। ওঠে 'চোর' স্লোগান। ব্রাত্যের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
পাল্টা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে গাড়ি চালানোর অভিযোগ ওঠে। গাড়ি থামানোর পরিবর্তে ঝামেলার মধ্যেও গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাতে কয়েক জন ছাত্রের উপর দিয়ে গাড়ি চলে যায় বলে পাল্টা অভিযোগ ছাত্রছাত্রীদের। সবমিলিয়ে এখনও থমথমে পরিবেশ যাদবপুরে। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, ক্যাম্পাসে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে যাদবপুর থানায় জোড়া অভিযোগ তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন WBCUPA-র। শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ করেছেন TMCP সদস্যা। অন্য দিকে, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেছেন যাদবপুরের এক পড়ুয়া।
এই ঘটনার প্রতিবাদে ৪ মার্চ যাদবপুরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে WBCUPA. ব্রাত্যর উপর হামলার প্রতিবাদে রবিবার পথে নামার ডাক দিয়েছেন অরূপ বিশ্বাস। পাল্টা সোমবার রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন SFI.
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
