Sukanta On Mamata: 'বামেদের জাগানোর চেষ্টা চলছে..' ! যাদবপুরকাণ্ডের পর সুকান্তর নিশানায় ব্রাত্য-মমতা
Sukanta Attacks TMC SFI CPM Mamata Bratya :বছর পেরোলেই ছাব্বিশের ভোট, যাদবপুরকাণ্ডের পর সুকান্তর নিশানায় বাম-তৃণমূল

কলকাতা: বছর পেরোলেই ছাব্বিশের ভোট। আর সেই ভোট নিয়েই যত কাণ্ড। বাদ যায়নি যাদবপুর (JU Chaos)। এদিন ব্রাত্য বসু-সহ তৃণমূল সুপ্রিমোকে (Mamata Banerjee) নিশানা করার পাশাপাশি ছাড়লেন না বামেদের কটাক্ষ করতেও বিজেপি নেতা সুকান্ত মজুমদার (BJP Leader Sukanta Majumdar)।
এদিন সুকান্ত মজুমদার বলেন, অচলাবস্থাটা খুবই কৃত্রিম, আমার মনে হচ্ছে। চাইলেই কেটে যায়। এটা তৈরি করা হয়েছে। এটা স্পনসর্ড। প্ল্যানড। ব্রাত্য বসু কত বছর শিক্ষামন্ত্রী আছেন ?! তিন বছরের বেশিই হয়ে গিয়েছে। তিনি একবারও যাদবপুরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। তিনি হঠাৎ করে ভোটের আগে, যখন ঠিক ১ বছর মত বাকি আছে, তখন তাঁর যাদবপুরে যাওয়ার কী প্রয়োজন হল ? বাম এবং তার সঙ্গে তৃণমূল, এদের নিজেদের পরস্পরের ..প্রতিযোগীতা চলছে।এটা রাজনৈতিক কৌশল। Political agenda , Political planning. বামেরা তো গত লোকসভা নির্বাচনের পর ধপাস করে পড়ে গেছে। তাই বামকে একটু শক্তিশালী করে দেওয়া। সবমিলিয়ে বোধহয় ৬০ লক্ষের আশেপাশে ভোট আছে। আমি বলছি আগামী বিধানসভায় ওটা ৪০ লক্ষে পৌঁছবে।এবার বামেদেরকেই একটু কুম্ভকর্ণের ঘুম থেকে একটু জাগিয়ে দেওয়া হচ্ছে। যাতে কিছু হিন্দু ভোট কাটতে পারেন..'
আগামী বছর রাজ্য়ে বিধানসভা ভোট,তার প্রায় ১ বছর আগে, আসন্ন বিধানসভা ভোটে ২৯৪ টি আসনের মধ্য়ে, সম্প্রতি ২১৫-র লক্ষ্য়মাত্রা বেঁধে দিয়েছেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল,'আগামীদিন ২১৫-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় নিয়ে, এই বিশ্বাস আমি রাখি। আমরা ২১৫ পার করবো, তার থেকে বেশি হবে, তো কম হবে না। ২০২৪-এ কারচুপি করে হারানো হয়েছে। আমাদের মোট ৪২টা আসন। একমাত্র দল তৃণমূল, যাদের লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদ ৩৯ শতাংশ। যেটা আর কোথাও নেই। আমরা দিই, যেখানে জিততে পারে। জেতার জন্য় কাজ করা হয়। আমার লোকসভা, রাজ্য়সভা রয়্য়াল বেঙ্গল টাইগারের মতো কাজ করে। '
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















