Jhalda Murder Case: খুনের খবর পেয়েও যায়নি পুলিশ! তপন কান্দু খুনে সামনে এল চাঞ্চল্যকর তথ্য
Tapan Kandu Murder: গত দু'দিন ধরে ঝালদা থানার ক্লোজ হওয়া পাঁচ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে।
পুরুলিয়া: ঝালদায় (Jhalda Murder Case) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের (Tapan Kandu Murder) ঘটনায় ক্লোজ হওয়া পাঁচ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সিবিআই-এর হাতে। সূত্রের খবর, খুনের দিন ঘটনাস্থলের অদূরেই ছিল ঝালদা থানার আরটি ভ্যান। অভিযোগ, গুলি চলার খবর পেয়েও পুলিশ সেখানে যায়নি। উল্টে কয়েকজন পুলিশ কর্মী ঘটনাস্থলে যেতে চাওয়ায় এসআই অণিমা অধিকারী তাঁদের শাসান বলে অভিযোগ।
খবর পেয়েও ঘটনাস্থলে যায়নি পুলিশ!
ঝালদায় তপন কান্দু খুনে ৫ পুলিশকর্মীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে (CBI)। তা থেকেই এমন তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, খুনের দিন ঘটনাস্থলের ৪০০ মিটার দূরেই ছিল ঝালদা থানার আরটি ভ্যান। তা সত্ত্বেও গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে যায়নি পুলিশ। কয়েকজন পুলিশকর্মী যেতে চাইলে তাঁদের শাসান এসআই অণিমা ।
গত দু'দিন ধরে ঝালদা থানার ক্লোজ হওয়া পাঁচ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। পাশাপাশি, ঝালদা খুনের তদন্তে নমুনা সংগ্রহের জন্য এবার CFSL-এর সাহায্য নিচ্ছে সিবিআই বলে সূত্রের খবর সূত্রের।
এর আগে, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে এবার SDPO-কে জিজ্ঞাসাবাদ করে সিবিআইI। বয়ান রেকর্ড করা হয় ক্লোজ হওয়া পাঁচ পুলিশকর্মী এবং ঘটনার দিন টহলদারি পুলিশ ভ্যানের গাড়ি চালকের। সূত্রের খবর, মিলিয়ে দেখা হবে সবার বক্তব্য। তপন কান্দু এবং তাঁর ভাইপো মিঠুন কান্দুর মোবাইল ফোন নিজেদের হেফাজতে নেয় সিবিআই।
ঝালদা কাণ্ডে আইসি-র ভূমিকাও প্রশ্নের মুখে
হাইকোর্টের নির্দেশে তপন কান্দু-খুনের তদন্ত শুরু করেছে সিবিআইI। তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের পর, আইসি-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন ভাইপো মিঠুন কান্দু। মোবাইল ফোনের কথোপকথন প্রকাশ করে আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে চাপ সৃষ্টির দাবি করেছিলেন তিনি।