Kolkata Job Scam: গরীব মহিলাদের কেন্দ্রীয় সরকারি কাজ দেওয়ার 'ভুয়ো প্রস্তাব'! পুলিশের জালে ৩ প্রতারক
বাণিজ্য উদ্যোগ মন্ত্রকের ও সরকারি লোগো দেখিয়ে গরিব মহিলাদের সরকারি কাজ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার ঘটনা ঘটেছে কাটোয়া শহরে।
রাণা দাস, কলকাতা: কেন্দ্রীয় সরকারি মন্ত্রকের নামে একটি ভুয়ো সংস্থার খোঁজ মিলল রাজ্যে। বাণিজ্য উদ্যোগ মন্ত্রকের ও সরকারি লোগো দেখিয়ে গরিব মহিলাদের সরকারি কাজ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার ঘটনা ঘটেছে কাটোয়া শহরে। এই অভিযোগেই পূর্ব বর্ধমানের কাটোয়ার 'কৌশল বিকাশ কেন্দ্র'-এর সামনে শনিবার তুমুল বিক্ষোভ প্রতিবাদ চলে।
ঠিক কী ঘটেছে?
সরকারি প্রকল্পের আওতায় হস্তশিল্পের কাজ পাইয়ে দেওয়া, সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনও কাজ দেওয়া হয় না মহিলাদের। দেওয়া হয় না কোনও মেশিনও। এদিকে, এই সরকারী কাজ দেওয়ার নামে এক একজনের কাছ থেকে ১২০০ টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতারিত মহিলারা।
জানা গিয়েছে লকডাউনে পূর্ব বর্ধমানের কাটোয়ার 'কৌশল বিকাশ কেন্দ্র' নামে সংস্থা তৈরি হয়। ওই সংস্থা অসহায় গরিব মহিলাদের সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। খবর কাজ পাইয়ে দেওয়ার নামে প্রায় ৭০০ মহিলাদের থেকে প্রচুর টাকা তোলা হয়। এদিকে বদলে কোনও কাজই দেওয়া হয় না। দিনের পর দিন ঘুরে গেলেও ওই কেন্দ্র থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হত।
কিন্তু এরপর বাঁধ ভাঙে ধৈর্য্যের। এক বছর পেরিয়ে গেলেও কোনও কাজ না পাওয়ায় কাটোয়ার সিরাম কমপ্লেক্সে একটি মিটিং ডাকেন প্রতারিত মহিলারাই। তারপর সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শয়ে শয়ে মহিলারা। সংস্থার কর্মীরা আসা মাত্রই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
এই অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কাটোয়া থানার পুলিশ। মহিলাদের অভিযোগের ভিত্তিতে দুই মহিলা সহ তিন জনকে আটক করা হয়। তবে বিক্ষোভ চলতে থাকে থানা ঘেরাও করেও। কাটোয়া থানার সামনেই অবস্থান-বিক্ষোভে বসেন প্রতারিত মহিলারা। যদিও পরে পুলিশি আশ্বাসে তুলে নেওয়া হয় অবস্থান। বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।