Job Seekers: দ্বিচারিতার অভিযোগ তুলে পথে, বিকাশরঞ্জন ভট্টাচার্যের নিশানায় চাকরিপ্রার্থীরা
Job Seekers Attack Bikash Ranjan Bhattacharya: কর্মশিক্ষা ও শারীর শিক্ষার SSC যুব ছাত্র অধিকার মঞ্চের নিশানায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য
কলকাতা: এবার চাকরিপ্রার্থীদের (Job Seekers) একাংশের নিশানায় বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। নিয়োগ দুর্নীতি মামলার আইনি লড়াইয়ের অন্যতম মুখ বিকাশরঞ্জনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে পথে নামলেন SSC-র ২০১৬ সালের শারীর শিক্ষা ও কর্ম শিক্ষার চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন তাঁরা। তৃণমূল ভবনে গিয়ে কথা বললেন কুণাল ঘোষের সঙ্গে। পাল্টা জবাব দিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
নিশানায় বিকাশরঞ্জন ভট্টাচার্য: শিক্ষায় নিয়োগ দুর্নীতি ইস্যুতে এতদিন যে কথা শোনা যেত মুখ্যমন্ত্রী থেকে শুরু কর তৃণমূলের নেতানেত্রীদের মুখে, সেটাই এবার শোনা গেল আন্দোলনকারীদের একাংশের মুখে। এবার কর্মশিক্ষা ও শারীর শিক্ষার SSC যুব ছাত্র অধিকার মঞ্চের নিশানায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। চাকরি আনদোলন এবং নিয়োগের দাবিতে আইনি লড়াইয়ের অন্যতম মুখ বিকাশরঞ্জনের বিরুদ্ধে কার্যত ডবল গেম খেলার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে তৃণমূল ভবন পর্যন্ত পৌঁছে গেলেন ২০১৬ সালের SSC-র ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের চাকরিপ্রার্থীরা।
কর্মশিক্ষা ও শারীর শিক্ষার SSC যুব ছাত্র অধিকার মঞ্চের দাবি, পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০১৬ সালে। পরীক্ষা হয়েছিল পরের বছর। ২০১৮ সালে ফলপ্রকাশ হয়। ২০২২ সালে কাউন্সেলিংয়ের মাধ্যমে স্কুল পান তাঁরা। চাকরিপ্রার্থীদের অভিযোগ, ওই বছরই নভেম্বর মাসে বিকাশরঞ্জন ভট্টাচার্যর করা একটি মামলায় তাঁদের নিয়োগ আটকে যায়। শুনানির পর শুনানি হয়ে চললেও, ১৫ মাস ধরে বিষয়টি ঝুলে রয়েছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। শনিবার রাত থেকেই শুরু হয়েছিল তাঁদের দরজায় দরজায় গিয়ে দরবার। শনিবার প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেলেঘাটার বাড়ির সামনে দরবার করতে যান ২০১৬ সালের SSC-র ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের চাকরিপ্রার্থীরা। সেখান থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের ঢাকুরিয়ার বাড়ির সামনে হাজির হন তাঁরা। পরে যান সুকিয়া স্ট্রিটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে। কারোর দেখা না পেয়ে শেষ পর্যন্ত লেক থানায় পুলিশের কাছে ডেপুটেশন দেন চাকরিপ্রার্থীরা।
ঘোষিত কর্মসূচি মতো রবিবার প্রথমে হাজরা মোড়ে জমায়েত করেন SSC-র ২০১৬ সালের শারীর শিক্ষা ও কর্ম শিক্ষার চাকরিপ্রার্থীরা। SSC যুব ছাত্র অধিকার মঞ্চের ফেস্টুনে মিথ্যা মামলার অভিযোগের পাশাপাশি ছিল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর ছবি। আন্দোলনকারীদের চারজন প্রতিনিধিকে গাড়িতে তুলে তাঁদের মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছে দেয় পুলিশ। সেখানে মুখ্যমন্ত্রীর OSD-র সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠক শেষে বেরিয়ে চাকরিপ্রার্থীরা দাবি করেন, রাজ্য়ের অ্যাডভোকেট জেনারেল তাঁদের মামলায় হলফনামা জমা দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে সোজা তৃণমূল ভবনে চলে যান চাকরিপ্রার্থীরা। সেখানে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন তাঁরা। এবিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “সঠিকভাবে নিয়োগ হলে, আমরাই তো সুপ্রিম কোর্টে এতজনের ব্যবস্থা করলাম। আজ শুনলাম পুলিশ জামাই আদর করে নিয়ে গিয়েছিল। বাকিদের চাকরি চেয়ে লকআপে যেতে হচ্ছে, মার খেতে হচ্ছে।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: BJP Election Committee: পাখির চোখ লোকসভা! ২০ সদস্যের কমিটি গড়ল BJP! বাদ মিঠুন