JU Student Death: 'মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন' জানালেন মৃত পড়ুয়ার বাবা
Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রর রহস্যমৃত্যুকাণ্ডে ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: অকালে চলে গেল ছেলেটা। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। শোকে বিহ্বল বাবা মা। পাশে থাকার আশ্বাসে দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গেও কথা প্রয়াত স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের।
কী জানাচ্ছে পরিবার?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্রর রহস্যমৃত্যুকাণ্ডে ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee) প্রয়াত ছাত্রের বাবা, রামপ্রসাদ কুণ্ডু বলেন, “মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। উনি আমাদের সান্ত্বনা দিয়েছেন। ওঁর কথা শুনে আমার খুবই ভাল লেগেছে। উনি বলেছেন, ছেলেটাকে ফিরিয়ে তো দিতে পারব না। কিন্তু আপনারা যাতে সুবিচার পান তার ব্যবস্থা করব। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। উনি নিশ্চয়ই উপযুক্ত শাস্তি দেবেন।অ ন্য বাবা মায়ের কোল যেন খালি না হয়, তা নিশ্চয়ই ব্যবস্থা করবেন।’’ পাশাপাশি তিনি জানান, রাজ্যপালের (Bengal Governor) সঙ্গেও কথা হয়েছে। এই ঘটনার তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সি ভি আনন্দ বোস।
মৃত্যু যাদবপুরের পডুয়ার: শুক্রবারই বাড়ি আসার কথা ছিল স্বপ্নদীপের। ছেলের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল বাবা-মায়ের। সেই যাওয়া আর হল না। আর যে ফিরবে না ছেলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু কীভাবে হল? ওপর থেকে কীভাবে পড়ে গেলেন বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র? র্যাগিং-এর জেরে এই ঘটনা? নাকি নেপথ্যে অন্য কিছু? এখনও উত্তর মেলেনি কোনও প্রশ্নের। উত্তর মিলেছে একটাই, আর কখনও ফিরবে না স্বপ্নদীপ। আর কখনও মা বলে দাঁড়াবে না সামনে। ছেলের ছোটবেলার ছবি আঁকড়ে ধরে কেঁদে চলেছেন মা। পরিবার সূত্রে খবর, গত ৩ তারিখ যাদবপুরে স্বপ্নদীপকে বাংলা অনার্সে ভর্তি করেন বাবা। হস্টেল না মেলায় রবিবার রেখে আসেন হস্টেলের সিনিয়র দাদাদের কাছে। সেই রেখে আসাই শেষ। বুধবার রাত ৯টা নাগাদ মা-বাবার সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর। স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকায় এদিন বিক্ষোভ মিছিল করে স্থানীয় স্কুল ও শ্রীকৃষ্ণ কলেজের ছাত্রছাত্রীরা। দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধও করেন ছাত্রছাত্রীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial