Junior Doctor Protest: স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে ৬ দফা পরামর্শ, মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের
West Bengal News: হাসপাতালের বেড সহ সেন্ট্রাল রেফারেল সিস্টেম সংক্রান্ত বিষয়ে নজর দেওয়ার পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে।
কলকাতা: ফের মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে ৬ দফা পরামর্শ দিয়ে মুখ্যসচিবকে ইমেল করা হয়েছে। হাসপাতালের বেড সহ সেন্ট্রাল রেফারেল সিস্টেম সংক্রান্ত বিষয়ে নজর দেওয়ার পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে।
সরকারি হাসপাতালে পরিকাঠামো উন্নতির বিষয়ে ৬টি বিষয়ের উল্লেখ করে ইমেল করা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর একই বিষয়ে উল্লেখ করেছিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তারদের পরামর্শ চাওয়া হয়েছিল। এদিন জুনিয়র চিকিৎসকদের পাঠানো ইমেলে উল্লেখ করা হয়েছে,
- কেন্দ্রীয় ভাবে হাসপাতালে খালি বেডের সংখ্যার উপর নজরদারি করতে হবে।
- দালালরাজ ঠেকাতে দ্রুত বেডের তথ্য দেওয়ার বন্দোবস্ত করতে হবে।
- হাসপাতালগুলির পরিস্থিতি পর্যালোচনা করে বেডের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করতে হবে।
- ১৪ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী সেন্ট্রাল রেফারেল সিস্টেমেও ঘাটতি রয়েছে।
- সেন্ট্রাল রেফারেল সিস্টেমে স্থায়ী ডাটা এন্ট্রি অপারেটর রাখতে হবে।
- সাধারণ মানুষের জন্য হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত স্পষ্ট তথ্য ডিসপ্লে বোর্ডে দিতে হবে।
গত ২১ অক্টোবর নবান্নে মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের। যদিও নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেও, অবশেষে ১৭তম দিনে অনশন প্রত্য়াহার করে নেন জুনিয়র চিকিৎসকরা। ওইদিন সন্ধেয় অনশন মঞ্চে পৌঁছন আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। তাঁরাও অনুরোধ করেন অনশন প্রত্য়াহার করতে। নিহত চিকিৎসকদের বাবা বলেন, "এঁদের দুঃখ সহ্য না করতে পেরে, বাধ্য হয়ে আমরা আজকে অনশনমঞ্চে এসে উপস্থিত হয়েছি এবং সবাইকে অনুরোধ করে তাঁদের বলছি যে, তাঁরা অনশন প্রত্যাহার করে এবং আন্দোলনের অনেক রকম পদ্ধতি আছে এবং আমার মেয়ের ন্যায়বিচারের জন্যে তাঁরা যে সমস্ত আন্দোলন করবে, সমস্ততে আমার সমর্থন আছে এবং আমি সশরীরে উপস্থিত হতে না পারলেও, তাঁদের সম্পূর্ণ সমর্থন করে যাব।''
তবে অনশন তুললেও, নবান্নের বৈঠক নিয়ে জুনিয়র ডাক্তাররা যে চরম অসন্তুষ্ট তা স্পষ্ট করে দেন তাঁরা। জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "যাঁরা সেখানে ছিলেন, এমনকি, আরজি করের অধ্যক্ষকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি কেন জানতে পারেননি ৪৭ জনের শাস্তির বিষয়ে। থ্রেট কালচার নিয়ে কথা বলায় মুখ্যমন্ত্রী রীতিমতো ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছেন।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।