Kaligunj Tamanna: "রাজত্ব যেমন চালাচ্ছেন, দুষ্কৃতীদের তৈরি করছেন, তেমনই অভয়া মরছে, তামান্না মরছে..." মুখ্যমন্ত্রীকে নিশানা তামান্নার মায়ের
Kaligunj Tamanna Incident: শনিবার সকালে নদিয়ার পলাশি থেকে ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেন তামান্নার বাবা-মা। স্টেশনে এবং ট্রেনে যাত্রীদের রাখি পরাতেও দেখা যায় তামান্নার মা-কে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কলকাতায় এসেছেন কালীগঞ্জে বোমায় নিহত চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের মা এবং বাবা। বিকেলে কালীঘাট অভিযানে যোগ দিতে পারেন তাঁরা। তাঁদের আশঙ্কা, তাঁদের অভিযানও বাধা পেতে পারে। তবে নিজেদের দাবিতে অনড় তাঁরা। এদিন তামান্নার মা বলেন, 'জানি না... যাচ্ছি। আশায় যাচ্ছি। সবাই একটা ভরসা আছে... যাই। আমরাও সেই আশায় যাচ্ছি। বিচার পাব, ন্যায় বিচার পাব, এই জন্য আজকে পথে নেমেছি। দেখা যাক... তারপরে। মুখ্যমন্ত্রী তো সবার থেকে শয়তান। মুখ্যমন্ত্রী সবার রানি। উনি রাজত্ব যেমন চালাচ্ছেন, নিজের হাতে দুষ্কৃতীদের তৈরি করছেন, তেমনই অভয়া মরছে, তামান্না মরছে। রানি যেমন চালাচ্ছে, প্রজারা তেমনই কাজ করছে। রানিই তো ঠিক নয়, তো প্রজারা কী করে ঠিক থাকবে। দেশের রানি উনি। উনিই তো নিজে হাতে সব বাচ্চাদেরকে মারছেন, স্টুডেন্টদেরকে মারছেন।'
শনিবার সকালে নদিয়ার পলাশি থেকে ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেন তামান্নার বাবা-মা। স্টেশনে এবং ট্রেনে যাত্রীদের রাখি পরাতেও দেখা যায় তামান্নার মা-কে। প্রসঙ্গত উল্লেখ্য, নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। ফল ঘোষণার আগেই বিজয়োল্লাস করছিল শাসক দলের কর্মী-সমর্থকরা। সেই সময়েই বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রীর। তামান্নার পরিবারের তরফে অভিযোগ করা হয়, তাঁরা সিপিএম সমর্থক বলেই টার্গেট করে তাঁদের মেয়েকে বোমা মারা হয়েছে। ঘটনার বেশ কিছুদিন পর গ্রেফতার হয় কয়েকজন। শুধু শাসক দল নয়, পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেয় তামান্নার পরিবার। অভিযোগ করা হয়, বারবার বলার পরেও পুলিশ গ্রাম থেকে বোমা উদ্ধার করে নিয়ে যায়নি।
আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার এক বছর পার হয়েছে। সুবিচার মেলেনি এখনও। ন্যায়-বিচারের আসায় গতকাল রাত দখল অভিযান ছিল অভয়া মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের সংগঠন-সহ আরও অনেক সংগঠনের। আর আজ নবান্ন অভিযান। পথে নেমেছেন নিহত চিকিৎসকের বাবা-মা। দলীয় পতাকা ছাড়া এই প্রতিবাদ-বিক্ষোভ অভিযানে শামিল হয়েছেন বিজেপি নেতা-কর্মী-সমর্থকরাও। অভয়ার বিচারের দাবিতে এই আন্দোলন যেন কোথাও তাঁদের মেয়ের ন্যায়বিচারের আন্দোলনের সঙ্গে মিলে গিয়েছে বলে মনে করছেন তামান্নার বাবা-মা। আর তাই প্রতিবাদে শামিল হতে, বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় এসেছেন তাঁরা।






















