Suvendu Adhikari:'কলেজে কলেজে মনোজিতরা আছে, এরা ভাইপো গ্যাং..' ! কাদের 'গ্যালারি' প্রকাশ্যে আনার হুঁশিয়ারি শুভেন্দুর ?
Suvendu Attacks Abhishek With Out Naming On Kasba Incident: কসবাকাণ্ডে তীব্র আক্রমণ শানিয়ে কী বললেন শুভেন্দু ? মঙ্গলে কাদের সামনে আনার হুঁশিয়ারি ?

কলকাতা: বছর পেরোলেই ছাব্বিশের বিধানসভা ভোট। তারই মধ্যে একাধিক ইস্যুতে বারবার নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের। উদ্বেগের মুখে শাসকদল।এমন এক পরিস্থিতিতে কসবাকাণ্ডে তীব্র আক্রমণ শানিয়ে ভাইপো গ্যাংয়ের ছবি প্রকাশ্যে আনবেন বলে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুন, 'দলে পুনর্বহাল পেলে, মনোজিতরা কি তাঁর চোখে বদলে যেত ?', রাজন্যাকে পাল্টা আক্রমণ অতীন-কন্যার
এদিন কসবাকাণ্ডে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। নাম না করেই তিনি বলেন , 'আমি ভাইপো গ্যাং-কে সমর্থন করতে পারিনি বলে বিজেপিতে যেতে হয়েছে', বললেন শুভেন্দু অধিকারী। 'কলেজে কলেজে মনোজিতরা আছে, এরা ভাইপো গ্যাং। এদের হাতে কেউ সুরক্ষিত নন, এরা চিটিংবাজ। অশোক দেবকে বিধায়ক থাকতে হলে ভাইপো গ্যাং-কে সমর্থন করতে হবে। আমি ভাইপো গ্যাংয়ে নাম লেখাতে পারিনি , তাই আমাকে ২০২০ সালে বিজেপিতে যেতে হয়েছে । বিজেপি আমাকে নিয়েছে বলে গিয়েছি। সব পদ ছেড়ে গিয়েছি।' এদিন তিনি সাংবাদিকদের বলেন, 'আমি আগামী মঙ্গলবার দিন, আপনাদের একটা গ্যালারি দেব, ৫০ জনের যারা টপ লিডার ভাইপো গ্যাঙের। আমি চাইলে এটা ১ হাজার জনেরও দিতে পারি। কিন্তু আমি অতজন বিখ্যাত করতে চাই না। পরশুদিন বিকেল বেলায় ৫০ জনের একটা গ্যালারি দেব।'
অপরদিকে, এদিন ফের হিন্দুদের একত্র হওয়ার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি বলেন, পশ্চিমবঙ্গের হিন্দুদের হার ৬৭ শতাংশে নেমে গেছে। আর কিছু দিন, তারপর ভারতবর্ষের সংবিধান, ধর্ম নিরপেক্ষ এই সব শব্দ থাকবে না।..এমন একটা ঘটনা নেই, যেখানে হিন্দুদের রক্ত ঝরেনি। এগরা-কাঁচরাপাড়ায় রক্ত ঝরেছে। তারপরেই, 'সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে', বার্তা শুভেন্দু অধিকারীর।























