Kharagpur News: 'ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই', প্রার্থী ঘোষণার আগেই পোস্টার নিয়ে শুরু বিতর্ক
নীল সাদা রঙের সেই পোস্টারে লেখা রয়েছে, 'ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই।' পোস্টারের মাঝ বরাবর দুটি পায়রার ছবি দিয়ে আরও লেখা রয়েছে 'এলাকার অধিবাসীবৃন্দ।'
বিশ্বজিৎ দাস, খড়গপুর: ভবানীপুরে (Bhawanipore) নিজের ওয়ার্ডের লোককেই চাই। এমন পোস্টারে ছেয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের (Kharagpur) ছ' নম্বর ওয়ার্ড। পৌরসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগেই নীল সাদা রঙের এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্ক।
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার আগেই ছ' নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেওয়ালে দেওয়ালে লাগানো রয়েছে পোস্টার। নীল সাদা রঙের সেই পোস্টারে লেখা রয়েছে, 'ভবানীপুরে নিজের ওয়ার্ডের লোককেই চাই।' পোস্টারের মাঝ বরাবর দুটি পায়রার ছবি দিয়ে আরও লেখা রয়েছে 'এলাকার অধিবাসীবৃন্দ।' খড়গপুরের ছ' নম্বর ওয়ার্ডের এই পোস্টারকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। পোস্টার প্রসঙ্গে খড়গপুর শহর বিজেপির মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ বলেন, 'ওয়ার্ডের সাধারণ মানুষই ওই পোস্টার লাগিয়েছেন। তাঁরা বাইরের মানুষকে প্রার্থী হিসেবে দেখতে চান না। সাধারণ মানুষের এই সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করি বিজেপির পক্ষ থেকে। তাছাড়া, আমার নিজেও ব্যক্তিগতদিক থেকে মত, ওয়ার্ডের মানুষই প্রার্থী হলে ভালো হয়।' তিনি আরও বলেন, 'এই কাজ তৃণমূলের একাংশ করছেন ওই স্টিকারের নীল-সাদা রং দিয়ে। তৃণমূলই যে এবার তৃণমূলকে ইশারা করছে, তা পরিস্কার বোঝা যাচ্ছে। তৃণমূলের একাংশ সরাসরি চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে। যেভাবে তিনি ছ' নম্বর ওয়ার্ডে লাফিয়ে ওখানকার প্রার্থী হওয়ার চেষ্টা করছেন, তার বিরুদ্ধেই তৃণমূলের একাংশের এই পদক্ষেপ। তিনি নিজের ইচ্ছামতো যেকোনও ওয়ার্ডে যাচ্ছেন। আগেও বাসিন্দা না হওয়া সত্বেও কুড়ি নম্বর ওয়ার্ডে গিয়েছেন। সাধারণ মানুষের গর্জে ওঠার দরকার ছিল। এবার তাঁরা গর্জে উঠেছেন।'
আরও পড়ুন - Dilip Ghosh: 'সাংসদ তহবিলের টাকা খরচ করেনি মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ', দিলীপের অভিযোগ ঘিরে তরজা
পোস্টার প্রসঙ্গে খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অসিত বসাক বলেন, 'পোস্টার পড়েছে বলে আমি শুনেছি। আর এই কাজ মোটেই তৃণমূল, তৃণমূলের বিরুদ্ধে করেনি। এটা বিজেপির কাজ। এই পোস্টার ওরাই করেছে। কারণ, ওরা তো এখন দেউলিয়া হয়ে গিয়েছে। আগে ওরা জবাব দিক যে, এখানে যিনি বিধায়ক হয়ে জিতেছেন, তিনি কি আদৌ খড়গপুরের? তিনি যদি খড়গপুরের বাসিন্দা না হয়েও এখানে বিধায়ক হয়ে থাকতে পারেন, তাহলে ওদের এই যুক্তি একেবারেই খাটে না। রাজনীতিতে এগুলো পুরোপুরি দেউলিয়া কথাবার্তা। প্রদীপ সরকারের সিট এখন মহিলা রিজার্ভ হয়ে গিয়েছে। তিনি এখন এখানে দাঁড়াতে পারবেন না। পার্টি কাকে দাঁড় করাবে, কাকে দাঁড় করাবে না, এটা পার্টি সিদ্ধান্ত নেবে। প্রদীপ সরকারকে যদি পার্টি ওখানে দাঁড়াতে বলে, তাহলে দাঁড়াবেন, নাহলে নয়ষ বিজেপি এখন দেউলিয়া রাজনীতি করার চেষ্টা করছে।'
রাজনৈতিক তর্ক-বিতর্কের মাঝে পোস্টার প্রসঙ্গে এলাকার বাসিন্দা পদ্মকান্তি হাওলি বলেন, 'শুনেছি নানারকম জায়গায় পোস্টার লাগানো হয়েছে। মোড়ের মাথায় তৃণমূলের পার্টি অফিসের পাশের গলিতে, এলাকার বিভিন্ন গলিতেই পোস্টার লাগানো হয়েছে। সেখানে দেখলাম লেখা রয়েছে 'ভবানীপুরে নিজের ছেলেকে চাই।' অনেকেই এই পোস্টার নিয়ে আলোচনা করছে।'