KK Death: ময়নাতদন্তের পর রবীন্দ্রসদনে গান স্যালুট, শিল্পীকে শেষ বিদায় কলকাতার
Singer KK Death: এসএসকেএমে (SSKM) ময়নাতদন্তের পর রবীন্দ্রসদনে মরদেহ নিয়ে গিয়ে দেওয়া হল গান স্যালুট। এদিন সকালেই বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী গান স্যালুট দেওয়ার কথা ঘোষণা করেন।
![KK Death: ময়নাতদন্তের পর রবীন্দ্রসদনে গান স্যালুট, শিল্পীকে শেষ বিদায় কলকাতার KK Death: Gun salute to kk at Rabindrasadan after autopsy, last good to the artist from Kolkata KK Death: ময়নাতদন্তের পর রবীন্দ্রসদনে গান স্যালুট, শিল্পীকে শেষ বিদায় কলকাতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/01/ba846acbf96be6005077c3c7bb653c20_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথকে (KK) গান স্যালুটে শেষ শ্রদ্ধা। বুধবার রবীন্দ্রসদনে (Rabindra Sadan) তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বুধবার (Wednesday) সকালেই মুম্বই থেকে পৌঁছল পরিবার। এসএসকেএমে (SSKM) ময়নাতদন্তের পর রবীন্দ্রসদনে মরদেহ নিয়ে গিয়ে দেওয়া হল গান স্যালুট। এদিন সকালেই বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী গান স্যালুট দেওয়ার কথা ঘোষণা করেন। বলেন, ‘কে কে (K K)-র স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আবহাওয়া ভাল থাকলে দমদম বিমানবন্দরে (Kolkata Airport) এসে শ্রদ্ধা জানাব।' শ্রদ্ধা জানানো হবে গান স্যালুটে। বাঁকুড়ার (Bankura) সভা থেকে বুধবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতশিল্পীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, 'অন্তত যদি শেষ দেখা দেখা যায়, পুলিশকে (Kolkata Police) দিয়ে গান স্যালুট (Gun Salute) করাব।
দেখুন: K K Demise Update: বিদায় কে কে! গান স্যালুটে রাজ্য সরকারের তরফে শ্রদ্ধাজ্ঞাপন
মুখ্যমন্ত্রীর ট্যুইট: সঙ্গীতশিল্পী কে কে-র প্রয়াণে সকালেই শোকজ্ঞাপন করেছেনন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার সকালে নিজের ট্যুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখেছিলেন, 'বলিউডের প্লে ব্যাক গায়ক কে কে-র আকস্মিক ও অকালমৃত্যুতে আমরা মর্মাহত। সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা, তাঁর শেষকৃত্য, পরিবারকে সহায়তা দিতে গতকাল রাত থেকেই কাজ করছেন আমার সহকর্মীরা। গভীর সমবেদনা জানাই। ট্যুইটে এমনটাই লেখেন মুখ্যমন্ত্রী।
প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ: গতকাল মাত্র ৫৩ বছর বয়সে কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ। সঙ্গীত মহলে তিনি কে কে নামেই পরিচিত ছিলেন। সকালে কলকাতায় আসেন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী ও ছেলে। রাজ্য সরকারের তরফে রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়ার পর, বিকেলে শিল্পীর মরদেহ নিয়ে মুম্বই রওনা দেবেন পরিবারের সদস্যরা।
কলেজের অনুষ্ঠানে এসে গান গাওয়ার সময় অসুস্থ: গতকাল নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানে এসে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কে কে। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি। এরপর থেকে হোটেলে ফিরে যান কে কে। সেখান থেকে CMRI হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, কে কে-র কপাল ও ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল। এসএসকেএমে দেহের ময়নাতদন্ত হয়।
সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন গ্র্যান্ড হোটেলে যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। গ্র্যান্ড হোটেলের শিফট ম্যানেজার, হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ।
১৯৬৮-র ২৩ অগাস্ট, দিল্লিতে জন্ম কৃষ্ণকুমার কুন্নথের। সঙ্গীত দুনিয়ায় কে কে নামেই পরিচিতি পেয়েছিলেন তিনি। কিরোড়ি মল কলেজের প্রাক্তনী কে কে নিজের গানের জাদুতেই অসংখ্য অনুরাগীর হৃদয় জয় করেছেন। বলিউডে বহু প্লে-ব্যাক করেছেন। হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, গুজরাতি, মারাঠী ভাষাতেও বহু গান গেয়েছেন। ইন্ডিয়ান পপ, রক মিউজিকে আলাদা করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন কেকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)