এক্সপ্লোর
Laxmir Bhandar : লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আবেদন করেছেন ? কবে পাবেন টাকা ? নিজেই দেখে নিতে পারবেন আবেদনপত্রের স্টেটাস
Lakshmir Bhandar : আবেদনপত্র কি গৃহীত হয়েছে ? যাচাই করে নিতে পারবেন ঘরে বসেই। কীভাবে, দেখে নিন লিঙ্কের কমেন্টে ক্লিক করে

আবেদনপত্র কি গৃহীত হয়েছে ? যাচাই করে নিতে পারবেন ঘরে বসেই। কীভাবে ?
1/11

নবম দুয়ারে সরকার শেষ হয়েছে ১ ফেব্রুয়ারি । মানুষ নানা সরকারি পরিষেবা পেতে কদিন ধরে সরকার নির্দিষ্ট ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করেছেন ও জমা দিয়েছেন।
2/11

এবার সেসব ফর্ম খতিয়ে দেখে সংশ্লিষ্ট পরিষেবার পদ্ধতি-সংক্রান্ত পদক্ষেপ নেবেন সরকারি আধিকারিকরা।
3/11

নানা পরিষেবার মধ্যে দুয়ারে সরকারে এবারও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন মহিলারা।
4/11

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা ও তপশিলি বাদে অন্যরা প্রতি মাসে ১০০০টাকা সরকারি অনুদান পেয়ে থাকেন।
5/11

এখন, যাঁরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পেতে আবেদন করেছেন, তাঁরা সহজেই দেখে নিতে পারবেন, তাঁদের আবেদনপত্রের বর্তমান অবস্থা। কোথায় আছে ? গৃহীত হয়েছে কি না, ইত্যাদি। ঘরে বসেই।
6/11

আবেদন যাঁরা করেছেন, তাঁরা নিশ্চয়ই আধার নম্বর, স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর, মোবাইল নম্বরের মতো তথ্যাদি জমা দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিশেষ অ্যাপ্লিকেশন আই ডি ক্যাম্প থেকে পেয়েছেন।
7/11

এবার নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন। প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন https://socialsecurity.wb.gov.in/। পাতাটি খুললে ডানদিকে উপরে দেখতে পাবেন লেখা আছে Track applicant Status।
8/11

Track applicant Status- এর উপরে ক্লিক করলে সার্চ ইউজিং বলে একটি বিকল্প দেখতে পাবেন। এবং সেখানে Application Id/Mobile No./Swasthyasathi Card No./Aadhaar No.- এই চারটি বিকল্প দেওয়ার নির্দিষ্ট জায়গা দেখাবে।
9/11

এবার আপনার পছন্দ মতো বিকল্পটি দেবেন। ধরুন আপনি নিজের মোবাইল নম্বর যেটি, দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মে লিখে দিয়েছেন, সেটি নির্দিষ্ট জায়গায় দিলেন। পাশেই দিতে হবে ক্যাপচা কোড।
10/11

নির্দিষ্ট ক্যাপচা কোডটি লিখে সার্চ করলেই নয় সংখ্যার আপনার অ্যাপ্লিকেশন আই ডি-টি দেখতে পাবেন। সঙ্গে দেখে নিতে পারবেন আপনার আবেদন পত্র কবে জমা হয়েছে এবং আবেদনপত্রের বর্তমান স্টেটাস কী ।
11/11

এবার অপেক্ষা। আবেদনপত্র রিভিউয়ের পর ফর্মটি নির্ভুল হলে, আপনি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন।
Published at : 10 Feb 2025 06:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
