KMC School Leave Notice : 'বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল, বাড়তি ছুটি ইদে' পুরসভার স্কুলের ছুটির নোটিশ ঘিরে তুঙ্গে তরজা
অভিযোগ, বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে তা নাকি জুড়ে দেওয়া হয়েছে ইদ-উল-ফিতরের সঙ্গে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: এবার বিতর্ক কলকাতা পুরসভার শিক্ষা বিভাগ এর নোটিশ ঘিরে। অভিযোগ, পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে, তা নাকি জুড়ে দেওয়া হয়েছে ইদ-উল-ফিতরের সঙ্গে। এই নিয়ে ফের সরব বিরোধীরা। চাপের মুখে নোটিশ পরিবর্তন করেছে পুরসভা।
অভিযোগটা ঠিক কী ?
অভিযোগ, এবছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। সেই ছুটির উল্লেখ নেই কলকাতা পুরসভার স্কুলগুলির ছুটির লিস্টে। প্রথমে কলকাতা পুরসভার অধীনের সব স্কুলগুলিতে বাতিল করে দেওয়া হয় বিশ্বকর্মা পুজোর ছুটি। তার পরিবর্তে ৩১ মার্চ ও ১ এপ্রিল, ২০২৫ ছুটি দেওয়া হয়েছে। ঘটনাক্রমে ওই সময়ই পড়েছে ইদ উল ফিতর।
সরব বিরোধীরা , পুরসভার প্রতিক্রিয়া
এই বিষয়টি প্রথমে সামনে আনে বিজেপি নেতারাই। বিরোধীরা সরব হতেই ফের নোটিস জারি করে পুরনো নোটিস বাতিল করার কথা জানানো হয় পুরসভার তরফে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'আমি বলেছিলাম সরকারটা মুসলিম লিগের সরকার। মুখ্যমন্ত্রী তেলে-বেগুনে হয়ে উঠেছিলেন। কলকাতা পুরসভার ছুটির নোটিশ প্রমাণ করল....ইদে দুই দিন কেন...চারদিন ছুটি দেন না, বিশ্বকর্মা পুজোর ছুটিটাকে বন্ধ করে কেন। হিন্দুদের উপর আঘাত করে কেন। এতে কী মজা পান আপনারা?'
পুরসভার পদক্ষেপ
ছুটির নোটিস বিতর্কে শোকজ করা হয়েছে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়াকে। অবিলম্বে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন জানিয়েছেন, 'ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই ওই নোটিস জারি করা হয়েছিল। কলকাতা পুরসভা এই নোটিশ সম্পর্কে কিছু জানত না। ওই নোটিশ বাতিল করা হয়েছে। ' সূত্রের খবর, তিন দিনের মধ্যে উত্তর দিতে হবে তাঁকে । তিনি কেন কী উদ্দেশ্যে নিজের মতো করে এত স্পর্শকাতর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলেন, তাও জানতে চাওয়া হয়েছে চিফ ম্যানেজারের কাছে। কলকাতা পৌরসভার শিক্ষাবিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন, কারণ জানার পর ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে এই বিষয়ে। 'আমার বা মেয়রের কোনও অ্যাপ্রুভাল সিগনেচার কোথাও পাবেন না।'
আরও পড়ুন :
আবারও কেঁপে উঠল মাটি ! মঙ্গলের পর বুধেও ভয়াবহ কম্পন এই দেশে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
