Kolkata Accident : বেপরোয়া গতিতে এসে লরিতে সজোরে ধাক্কা SUV-র, ভয়ঙ্কর দুর্ঘটনা শহরে, মৃত ৪, আহত ২
Dumdum Accident : প্রথমে একটি বাইকে ধাক্কা মেরে লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির সামনের কাচ ভেঙে বনেটের ওপর ছিটকে পড়েন সামনের আসনে বসা মহিলা ও চালক। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা (Kolkata Accident)। মধ্যরাতে দমদম পার্কে (Dumdum Park Accident) ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতির বলি হয়েছেন ৪ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন।
রাতে দমদম পার্ক মোড়ে (Dumdum Park) সিগন্যালের লাল আলো দেখে দাঁড়ায় একটি লরি (Lorry)। পিছন থেকে বেপরোয়া গতিতে (Over Speeding Car) ছুটে আসছিল একটি SUV। লরিটি দাঁড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। প্রথমে একটি বাইকে ধাক্কা মেরে লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির সামনের কাচ ভেঙে বনেটের ওপর ছিটকে পড়েন সামনের আসনে বসা মহিলা ও চালক। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ।
গাড়িতে থাকা ৫ আরোহীর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আরজিকর হাসপাতালে (RG Kar Hospital) নিয়ে গেলে বাইকের চালককেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Doctors)। গাড়ির অপর ২ আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনার পর লরিটি পলাতক। গতকাল রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ২ টো নাগাদ ৬ জনকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এখনও পর্যন্ত কারও পরিচয় জানা যায়নি। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা শুরু করেছে লেকটাউন থানার পুলিশ (Lake town Police Station)।
আরও পড়ুন- বঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা, রাজ্যে বাড়বে গরম
গত কয়েকদিনের মধ্যেই কলকাতায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই রাতের দিকে বা ভোরের আলো ফোটার ঠিক আগে ঘটেছে দুর্ঘটনা। দিনকয়েক আগেই ঠাকুরপুকুর থানার এক পুলিশকর্মী প্রাণ হারিয়েছিলেন। ভোরে ডিউটি আসার পথে থানার সামনে তাঁর বাইকে ধাক্কা মারে একটি লরি। যার জেরে মৃত্যু হয় তাঁর। যার কয়েকদিন আগেই চিংড়িঘাটার মোড়েও দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বাস। একটি ম্যানেজমেন্ট সংস্থাদের পড়ুয়াদের নিয়ে যাওয়া বাস ধাক্কা মেরেছিল ডিভাইডারে। যাতে আহত হয়েছিলেন বেশ কয়েকজন পড়ুয়া। তার ঠিক আগেই দক্ষিণ কলকাতার সুকান্ত সেতুতে মত্ত অবস্থায় বাইক দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল এক তরুণের।
তবে শুধু রাতের শহরেই নয়। কয়েকদিন আগেই রেড রোডে বিকেলে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল একটি মিনিবাস। বাইকে ধাক্কা মেরে রাস্তায় উল্টে পড়েছিল সেটি। যে ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২ জন। আহত হয়েছিলেন বেশ অনেকজন।