![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bidhannagar Station Chaos : টিকিটহীন মহিলা যাত্রীকে আটকানোয় ধুন্ধুমার বিধাননগরে, স্টেশনে ভাঙচুর, টিকিট পরীক্ষকদের মারধর !
Railways : রেলের তরফে শিয়ালদা জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে। জিআরপি সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইতিমধ্যে শনাক্তও করা হয়েছে কয়েকজনকে। অভিযুক্তদের খোঁজ চলছে।
![Bidhannagar Station Chaos : টিকিটহীন মহিলা যাত্রীকে আটকানোয় ধুন্ধুমার বিধাননগরে, স্টেশনে ভাঙচুর, টিকিট পরীক্ষকদের মারধর ! Kolkata Bidhannagar Station Chaos Ticket collectors beaten after ticketless passenger detained station ransacked Bidhannagar Station Chaos : টিকিটহীন মহিলা যাত্রীকে আটকানোয় ধুন্ধুমার বিধাননগরে, স্টেশনে ভাঙচুর, টিকিট পরীক্ষকদের মারধর !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/9a599ddee142a28fa28cef345dcc2ee0169246128052552_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জয়ন্ত পাল, আবির দত্ত ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : টিকিট না থাকায় মহিলা যাত্রীকে আটকানোর অভিযোগ ঘিরে বিধাননগর স্টেশনে ধুন্ধুমার (Bidhannagar Station Ransacked)। স্টেশন চত্বরে ভাঙচুর, টিকিট পরীক্ষকদের মারধরের অভিযোগ উঠল যাত্রীদের বিরুদ্ধে। এক মহিলা-সহ তিন রেল কর্মী (Railways Employee) হাসপাতালে চিকিৎসাধীন। শিয়ালদা জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
বিনা টিকিটের যাত্রী পাকড়াও। আর এই অভিযোগ ঘিরে গন্ডগোলের জেরে বিধাননগর স্টেশনে আক্রান্ত রেলের ৩ কর্মী ! বিধাননগর স্টেশনে চলল তাণ্ডব। রেল সূত্রে খবর, শুক্রবার রাতে স্টেশন থেকে বেরোনোর সময় বিনা টিকিটের এক মহিলা যাত্রীকে আটকান টিকিট পরীক্ষকরা (Ticket Collector)। অভিযোগ, অপরাধ চাপা দিতে চিৎকার জুড়ে দেন মহিলা। দাবি করেন, তাঁকে অশালীনভাবে আটকানো হয়েছে। এরপরই ধুন্ধুমার বেধে যায়। এনকোয়ারি রুমে ঢুকে ভাঙচুর চালান উত্তেজিত যাত্রীরা। টিকিট পরীক্ষক সহ রেলের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।
এক অ্য়ানাউন্সার-সহ ৩ রেল কর্মী জখম হন। প্রায় দেড়ঘণ্টা ধরে চলে তাণ্ডব। রেলের (Railways) তরফে জানানো হয়েছে, ঘটনার সূত্রপাত বিনা টিকিটের যাত্রীর ধরা পড়ার ঘটনাকে কেন্দ্র করে। রেলের তরফে শিয়ালদা জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে। জিআরপি সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইতিমধ্যে শনাক্তও করা হয়েছে কয়েকজনকে। অভিযুক্তদের খোঁজ চলছে।
আরও পড়ুন- পুলিশ ভ্যান থেকে অশালীন ইঙ্গিত যাদবপুরকাণ্ডে ধৃতের ! কী প্রতিক্রিয়া মনোবিদদের ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)