(Source: Poll of Polls)
CNG Bus: ডিজেল বা ইলেকট্রিকে নয়, কলকাতার রাস্তায় নামতে চলেছে সিএনজি-চালিত বাস
CNG Bus In Kolkata: ডিজেল বা ইলেকট্রিকে নয়, এই বাস চলবে CNG-তে। কলকাতার উল্টোডাঙা থেকে সাপুরজি এই রুটে প্রথম চালু হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা CNG চালিত বাস।
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কয়েক দিনের মধ্যেই কলকাতার রাস্তায় নামতে চলেছে সিএনজি (CNG)-চালিত বাস (Bus)। আপাতত উল্ডোডাঙা (Ultodanga) থেকে সাপুরজী (Sapoorji) পর্যন্ত চালু হবে এই পরিষেবা। নিউটাউনের (Newtown) কাছে CNG রিচার্জ সেন্টার থাকায়, এই রুটে বাস চালানোর পরিকল্পনা।
কোন রুটে চলবে এই বাস?
ঝাঁ-চকচকে...এসি বাস (AC) ঠিকই। তবে, ডিজেল (Diesel) বা ইলেকট্রিকে (Electric) নয়, এই বাস চলবে CNG-তে। কলকাতার উল্টোডাঙা থেকে সাপুরজি এই রুটে প্রথম চালু হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা CNG চালিত বাস। নিউটাউনের কাছে রয়েছে, একটি CNG রিফিল সেন্টার। তাই এই রুটে চালু হচ্ছে পরিষেবা।
আরও পড়ুন, 'কংগ্রেস জমানায় একটির দামে মিলত দুটি সিলিন্ডার', মোদি সরকারকে তোপ রাহুলের
কী জানাচ্ছেন মেয়র?
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "পেট্রোল-ডিজেলের যা দাম, বিকল্প পথ তো বের করতে হবে।" সিটি সাব-আরবান বাস সার্ভিসের উদ্যোগে শুরু হচ্ছে পরিষেবা। আপাতত চলবে ৫-৬ টি বাস।
সূত্রের খবর, মোট ২০টি সিএনজি বাসের বরাত রয়েছে।
সিটি সাব-আরবান বাস সার্ভিসের জেনারেল সেক্রেটারি টিটো সাহা বলেন, "আমরা নিয়ে এসেছি। যা এসি বাসের পুরনো ভাড়া, সেই অনুযায়ীই চালু হবে। গর্ভনমেন্ট ভর্তুকি দিলে আরও তাড়াতাড়ি বাস নামবে।" দেশে পেট্রোল ডিজেলের দামবৃদ্ধি ইতিহাস তৈরি করেছে। এই প্রেক্ষিতে, CNG চালিত বাসে সাশ্রয় হবে জ্বালানি। কমবে পরিবেশ দূষণ।