Attempt To Murder Case: সম্পত্তি সংক্রান্ত বিবাদ, মাধ্যমিক পরীক্ষার্থীসহ চারজনকে ধারাল অস্ত্রের কোপ
তিনজনকে গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী।
কলকাতা: সম্পত্তি নিয়ে বিবাদ চরমে পৌঁছতেই বিপত্তি। ভর সন্ধেয় মেটিয়াবুরুজে (Metiabruz) একই পরিবারের চারজনকে ধারাল অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল পরিবারেরই সদস্যের বিরুদ্ধে। ঘটনায় চার জনই গুরুতর আহত হয়েছেন বলে খবর । আহত তিনজনকে গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik aspirant) ।
গতকাল সন্ধে সাড়ে ৭ টা নাগাদ ঘটনাটি ঘটে মেটিয়াবুরুজের (Metiabruz) মিঠাতলা (Mithatala) এলাকায়। রাজাবাগান থানায় অভিযোগ দায়ের হয়েছে । আটক অভিযুক্ত বছর তেইশের মহম্মদ হাতিম । সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ।
এর আগে দক্ষিণ ২৪ পরগনার (south 24 pargana) মন্দিরবাজারের (Mandirbazar) দিগবেড়িয়াতেও খুনের ঘটনা প্রকাশ্যে আসে। সেখানকারই একটি জলাভূমিতে এক মহিলা ও বছরখানেকের এক শিশুকন্যার দেহ পড়ে থাকতে দেখা যায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে । সন্দেহের বশেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছিল ওই মহিলার স্বামীকে (husband) । দফায় দফায় জেরায় বেরিয়ে আসে শিউড়ে ওঠার মতো ঘটনা । গ্রেফতার (arrest) করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে ।
নিহত মহিলার নাম তুহিনা বিবি। বয়স ২৩ বছর। ওই শিশুকন্যাও তাঁরই সন্তান। পুলিশের দাবি, জেরায় জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী খুনের ঘটনা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, জেরায় জানা গিয়েছে অভিযুক্তের দুটি বিয়ে। সোমবার ডাক্তার দেখানোর নাম করে ডেকে আনা হয়েছিল শিশু-সহ ওই মহিলাকে। তারপরেই তাঁদের খুন (murder) করে অভিযুক্ত। জেরায় উঠে আসে আরও একটি চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে, নিহত মহিলা অভিযুক্তের দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং ওই শিশুকন্যা অভিযুক্তেরই সন্তান। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে এই জোড়া হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।