Presidential Election 2022: 'তৃণমূলকে ভয় পায় বিজেপি', রিসর্ট পলিটিক্স নিয়ে নিশানা অভিষেকের
Abhishek Attacks BJP on Presidential Election 2022: 'নিজেরাই রিসর্ট রাজনীতির শিকার',রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভায় ভোট দিতে গিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতাঃ 'তৃণমূলকে ভয় পায় বিজেপি', রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) বিধানসভায় ভোট দিতে গিয়ে বললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উল্লেখ্য, আজ রাষ্ট্রপতি নির্বাচন। এডিএ- প্রার্থী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu ) সঙ্গে ভোটযুদ্ধে রয়েছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। এদিন দুপুরে বিধানসভায় ভোট দিতে আসা বিধায়কদের বেশ লম্বা লাইন পড়েছে। এদিন প্রথমে বিধানসভায় ঢুকে নেতা-নেত্রীদের সঙ্গে কিছু কথা বলা পরপরই ভোট দিতে যান তৃণমূলের যুবরাজ। এদিন তিনি রিসর্ট পলিটিক্স নিয়ে বিজেপিকে নিশানা করেন।
আরও পড়ুন, দিল্লিতে গিয়ে ভোট কেন ? মুখ খুললেন শিশির অধিকারী
'নিজেরাই রিসর্ট রাজনীতির শিকার'
এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় ভোট দিতে আসার আগে বেলা ১ নাগাদ পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সাংসদদের সঙ্গে কিছুটা সময় কথা বলে জয় সূচক, ভিক্ট্রি সাইন দেখান তিনি। এরপর বেলা ২ টা নাগাদ ভোট দেন তৃণমূলের যুবরাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,' হাস্যকর এটাই যে বিজেপি এতদিন, অন্যদলের বিধায়কদের বন্দি করে রাখত, এবার নিজেরাই রিসর্ট রাজনীতির শিকার।' এদিন দুপুরে রিসর্ট পলিটিক্স নিয়ে টুইটও করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
'ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে আটকাতে পারছে না, রিসর্ট পলিটিক্স তারাই বাংলায় নিয়ে এসেছে'
অভিষেক বলেন, 'আজকে এত ভয়, যে তৃণমূল কংগ্রেসের থেকে বাঁচতে পাঁচ তারা হোটেলে বন্দি করে রাখতে হচ্ছে। তারা জানেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। কীভাবে ক্রমশ জনসমর্থন বাড়ছে। আমরা তো কাউকে ভিতরে বন্ধ করে রাখিনি। ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে আটকাতে পারছে না। এখন বিধায়কদের তাই জোর করে বন্ধ করে রাখছে। রিসর্ট পলিটিক্স তারাই বাংলায় নিয়ে এসেছে।'এদিকে এনিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, 'তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসই একটা একটা ফাইভস্টার।' প্রসঙ্গত, আজ রাষ্ট্রপতি নির্বাচন। এডিএ- প্রার্থী দ্রৌপদী মুর্মুর সঙ্গে ভোটযুদ্ধে রয়েছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা । এমনই দিনে অভিষেকের তোপের মুখে গেরুয়া শিবির।