Kolkata Bad Road Condition: খানাখন্দে ভরা তারাতলা থেকে জিঞ্জিরা বাজার যাওয়ার রাস্তা, ছোট গাড়ি যেতে গেলেই হেলে যাচ্ছে একদিকে
Kolkata News: তারাতলা থেকে জিঞ্জিরা বাজার যাওয়ার এই রাস্তা দিনভর অত্যন্ত ব্যস্ত থাকে। প্রচুর গাড়ির চলাচল করে। যেগুলি ছোট যানবাহন, দু-চাকা বা তিন-চাকার যান, যেতে গেলে একদিক হেলে যাচ্ছে।

সত্যজিৎ বৈদ্য, তারাতলা : টানা বৃষ্টিতে বেহাল অবস্থা তারাতলা রোডের। জিঞ্জিরা বাজার পর্যন্ত রাস্তার হাল খুবই খারাপ। বৃষ্টি থামলেও খানা-খন্দে ভরা রাস্তা দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন অংশে। এখনও বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারণে রাস্তার হাল আরও খারাপ হয়েছে। যেসব রাস্তায় গর্ত রয়েছে সেখানে জমে রয়েছে জল। কঙ্কালসার রাস্তায় প্রাণ হাত নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। বিপদের যথেষ্ট ঝুঁকি রয়েছে। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রাস্তা এতটাই বেহাল হয়ে গিয়েছে নাগাড়ে বৃষ্টির জেরে যে হতশ্রী চেহারা হয়ে গিয়েছে। কোথাও পিচ উঠে গিয়েছে রাস্তার। কোথাও বা বেরিয়ে পড়েছে ইটের পাঁজা। বৃষ্টির দাপট একটু কমলেও জলমগ্ন রয়েছে কলকাতা এবং শহরতলির অনেক এলাকা। জল-যন্ত্রণা এবং যানজটের চিত্র শুধু শহরে নয় রয়েছে বিভিন্ন জেলাতেও।
তারাতলা রোড থেকে বজবজ রোড পর্যন্ত রাস্তার যে বেহাল দশা তা নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন কলকাতা হাই কোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেনও। কিন্তু রাস্তার অবস্থা একটুও উন্নত হয়নি। তারাতলা রোডের উপর একাধিক জায়গায় রয়েছে খানাখন্দ। আজ থেকে কয়েক জায়গায় রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। তবে এই রাস্তা মেরামতির কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। কারণ এই মেরামত একেবারেই অস্থায়ী। আরেকবার বৃষ্টি হলেই রাস্তার হাল আগের অবস্থায় চলে যাবে। ব্যস্ত রাস্তার উপর একাধিক ছোট-বড় গর্ত। তার মধ্যে জমে রয়েছে জল। তারাতলা থেকে জিঞ্জিরা বাজার যাওয়ার এই রাস্তা দিনভর অত্যন্ত ব্যস্ত থাকে। প্রচুর গাড়ির চলাচল করে। যেগুলি ছোট যানবাহন, দু-চাকা বা তিন-চাকার যান, অটো, বাইক, রিকশা, টোটো - এগুলি যেতে গেলে একদিক হেলে যাচ্ছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে যেকোনও মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারে। নিত্যযাত্রীদের অভিযোগ, রাস্তার এমন বেহাল দশা আজকের নয়, বর্ষার শুরু থেকেই রয়েছে এই পরিস্থিতি।
বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে বেহাল দশা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েরও। একাধিক খানাখন্দ দেখা দিয়েছে সেখানে। সেইসব গর্তে জমে রয়েছে জল। রাস্তার অত্যন্ত খারাপ পরিস্থিতি রয়েছে লেকটাউনেও। সেখানে জল জমা, ভাঙা রাস্তাতেই কলা গাছ পুঁতে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। শুধু শহর বা শহরতলি নয়, বিভিন্ন জেলাতেও রাতসার অবস্থা অত্যন্ত খারাপ। বৃষ্টি থামলেও, উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলের তলায়। বারাসাত পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিকাশি বেহাল। কয়েকদিনের বৃষ্টিতে জমা জলে নাভিশ্বাস উঠছে এলাকাবাসীর। জল নামাতে এবার মাটি কাটার যন্ত্র দিয়ে শুরু হল নিকাশি পরিষ্কারের কাজ।






















