Kolkata News: তোলা দিতে আপত্তি, পুজো চলাকালীন বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব
Behala Extortion: পরিবারের সদস্যদের অভিযোগ, সন্ধেয় এলাকারই কয়েকজন দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়ে টাকা দাবি করে।
![Kolkata News: তোলা দিতে আপত্তি, পুজো চলাকালীন বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব Kolkata News Behala 8 people including female family members were beaten up for objecting extorsion Kolkata News: তোলা দিতে আপত্তি, পুজো চলাকালীন বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/03/e90533baa3bbb398190c78839a6ea546172533213708551_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পুজো চলাকালীন বাড়িতে ঢুকে তোলা চেয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ। তোলা দিতে আপত্তি করায়, পরিবারের মহিলা সদস্য-সহ ৮ জনকে মারধর করা হয়েছে। বেহালার এই ঘটনা ফের প্রশ্ন তুলল নাগরিক সুরক্ষা নিয়ে।
দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ: বাড়িতে ধুমধাম করে পুজোর আয়োজন। আর উৎসবের চেনা মেজাজ বদলে গেল আতঙ্কে। তোলা দিতে আপত্তি করার শহরের বুকে তো বাড়িতে ঢুকে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। গতকাল বেহালার সেনহাটি বাজারের কাছে একটি বাড়িতে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে পুজোর আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, সন্ধেয় এলাকারই কয়েকজন দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়ে টাকা দাবি করে। তোলা দিতে অস্বীকার করলে তখনকার মতো তারা চলে যায়। অভিযোগ, তোলা আদায়ের জন্য রাত দেড়টা নাগাদ আবার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। পরিবারের লোকজন টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় বচসা। তা ধস্তাধস্তির চেহারা নেয়। পরিবারের এক মহিলা-সহ ৮ জন আহত হন। রাতে বেহালা থানায় অভিযোগ জানাতে গেলে, সংশ্লিষ্ট অফিসার রাউন্ডে থাকার কারণে, পরিবারকে সকালে আসতে বলা হয় বলে অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Doctor Murder Case : রাত কেটে ভোর, এখনও পথেই জুনিয়র চিকিৎসকরা, যোগ সিনিয়রদেরও, দেখুন ছবি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)