Arpita Mukherjee: পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে ২ রিয়েল এস্টেট কোম্পানির নথি উদ্ধার
ED on Arpita Mukherjee: অর্পিতা মুখোপাধ্যায়ের রথতলার যে ফ্ল্যাট থেকে ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখানেই মিলেছে ২টি রিয়েল এস্টেট কোম্পানির নথি। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে।
![Arpita Mukherjee: পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে ২ রিয়েল এস্টেট কোম্পানির নথি উদ্ধার Kolkata News Documents of 2 real estate companies found in Arpita Mukherjee s Rathtala Flat Arpita Mukherjee: পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে ২ রিয়েল এস্টেট কোম্পানির নথি উদ্ধার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/29/ed0f923f8ddb9027570d19f3df13f9b31659072817_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতাঃ পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে রিয়েল এস্টেট কোম্পানির নথি। অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) রথতলার যে ফ্ল্যাট থেকে ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখানেই মিলেছে ২টি রিয়েল এস্টেট কোম্পানির নথি। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। ওই ২টি রিয়েল এস্টেট কোম্পানির কাগজপত্র ইডি-র (ED) তদন্তকারীদের হাতে এসেছে।
ইডি সূত্রে খবর, ফ্ল্যাটের ঠিকানাই দেখানো হয়েছে ২টি কোম্পানির ঠিকানা হিসেবে। ইডির তদন্তকারীরা মনে করছেন, একাধিক রিয়েল এস্টেট কোম্পানিতে টাকা বিনিয়োগ করা হয়ে থাকতে পারে।
ইডি সূত্রে খবর, ২০১৭-তে কোম্পানি দুটি খোলা হয়। শেয়ার ক্যাপিটাল ১ লক্ষ টাকা। কোম্পানির শেষ মিটিং হয়েছিল ২০২১-এর ৩০ নভেম্বর। ইতিমধ্যেই টালিগঞ্জের পর পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। সোনা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর দলিল। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। বেলঘরিয়ার ফ্ল্যাটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অর্পিতার ঘরে তালা ভেঙে তল্লাশি চালায় ইডি। মূলত বুধবার দুপুরেই অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। সন্ধে প্রায় সাড়ে সাতটা থেকে শুরু হয়েছিল টাকা গোনা। অধিক রাত অবধি চলে সেই কাজ।এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট ঘিরে উঠছে প্রশ্নের সমুদ্র।
আরও পড়ুন, আজ পার্থ ও অর্পিতার মেডিক্যাল টেস্ট
প্রসঙ্গত, সাংবাদিক বৈঠকে বিজেপির দিকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল যা বলে তাই করে, তৃণমূল তাদের মহাসচিবকে সরিয়েছে। বিজেপি অভিযোগ উঠলেও তাদের নেতাকে সরায় না। কুলদীপ সেঙ্গারের প্রসঙ্গ তুলে তোপ দাগেন অভিষেক। এর পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে আসে সারদা-প্রসঙ্গও। সম্প্রতি সারদা কর্তা সুদীপ্ত সেন বিজেপি নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অদিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বিজেপি তারপরেও কোনও পদক্ষেপ করেনি। সেই প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন অভিষেক।দলের সমস্ত পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পরে সিদ্ধান্ত। ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতদিন তদন্ত চলবে, ততদিন দল থেকে সাসপেন্ড। দল এবং দলীয় মুখপত্রে প্রতিটা পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারিত করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)