Kasba Case: 'কয়েকমাস আগে মহিলা নিয়ে ঢোকার চেষ্টা করে মনোজিৎ,' অভিযোগ বিটি কলেজের অধ্যক্ষার
Kolkata News: সাউথ ক্যালকাটা ল' কলেজের প্রয়াত অধ্যক্ষের দেবাশিস চট্টোপাধ্যায়ের স্ত্রী-র পর এবার 'ম্যাঙ্গো'-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ক্যালকাটা গার্লস বিটি কলেজের অধ্যক্ষা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সাউথ ক্য়ালকাটা ল'কলেজের পুরনো ক্য়াম্পাস, ক্যালকাটা গার্লস BT কলেজ ক্য়াম্পাসেও ৩-৪ মাস আগে মহিলা নিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন মনোজিৎ মিশ্র। চাঞ্চল্য়কর দাবি করলেন কলেজের প্রিন্সিপাল মাকসুদা খাতুন। শুধু তাই নয়, আইন কলেজের ঘটনার আগের দিনও মনোজিৎ কলেজে ঢোকার চেষ্টা করেছিলেন।
সাউথ ক্যালকাটা ল' কলেজের প্রয়াত অধ্যক্ষের দেবাশিস চট্টোপাধ্যায়ের স্ত্রী-র পর এবার 'ম্যাঙ্গো'-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ক্যালকাটা গার্লস বিটি কলেজের অধ্যক্ষা। মাকসুদা খাতুন বলেন, "এই মনোজিৎ মিশ্র গত ২৪ তারিখে আবার বাইরের গেটে, ও নিজে নাম দেয়নি, বাইরের গেটে বলছে, ও ল' কলেজের স্টুডেন্ট, আবার ওয়াশরুম যাব। তার উদ্দেশ্যটা কী ছিল? সে প্রথমে কিন্তু রাস্তাটা তৈরি করে যাচ্ছিল যে ওখানে কীভাবে ঢুকব? বা পরে আমি মেয়েটিকে ডেকে নেব বা কী? আমি জানি না। আমি জানি না।''
পুরনো ক্য়াম্পাসে বারবার মহিলা সহ হানা দিতেন মনোজিত। ক্যালকাটা গার্লস বিটি কলেজের অধ্যক্ষা জানান, "ও (মনোজিৎ) মাস তিনেক, চারেক আগে ও আমাদের কলেজে একটি মেয়ে ও ২-৩ জন ছেলে নিয়ে ঢুকেছিল, ঢোকার চেষ্টা করেছিল। আমার গার্ড আটকে দিয়েছে। গার্ডকে মারার চেষ্টা করেছে। এবং ওটা করেছে সন্ধেবেলা, যখন আমরা কলেজ থেকে সব চলে গেছি, যখন কলেজে কেউ নেই। আমার গার্ড যদি ভয়ে দরজাটা খুলে দিত, তাহলে কিন্তু আমারও কলেজে একটা কিছু খারাপ ঘটনা ঘটতে পারত।'' ৭ বছর আগে এই বিটি কলেজেই সকালে ক্লাস হত সাউথ ক্যালকাটা ল' কলেজের। অভিযোগ, তখন থেকেই ইউনিয়ন রুমে বেআইনি কাজকর্ম করতেন মনোজিৎ। অধ্যক্ষার অভিযোগ, "স্টুডেন্টস ইউনিয়নে অল্প কয়েকজন মেয়ে এবং কিছু ছেলেমেয়ে নিয়ে মানে, অন্যরকমের চেঁচামেচি। ভেতরে যে কী কী বোতল, কী বিষয়, আর কী কী মানে এটা আমি ভাষায় বলতে পারছি না। অসামাজিক কাজকর্ম করার যে বিষয়গুলো সেগুলো কিন্তু ওরা স্টুডেন্টর ইউনিয়মের ভেতরে করত।''
অভিযোগ, কোনও প্রমাণ যাতে না থাকে তার জন্য মুখ ঢেকে কলেজের সিসি ক্যামেরা ভেঙে দিতেন 'ম্যাঙ্গো'। এমনকী মনোজিৎ তৎকালীন অধ্য়ক্ষকে যে কী চরম হেনস্থা করতেন, তারও নানা বিবরণ উঠে আসছে। মাকসুদা খাতুন জানিয়েছেন, "মুখে কালো কাপড় বেঁধে ও CCTV ভেঙেছে মনোজিৎ মিশ্র। এই কলেজে CCTV ভেঙেছে। টোটাল হুলিগানিজম চলেছে। একটা কুখ্যাত সমাজবিরোধীকে, ও কী করে এত সাহসটা পেল, এত কুখ্যাত সমাজবিরোধীকে এতদিন ধরে যে, পাত্তা দিচ্ছে কেউ, তোল্লাই দিচ্ছে কেউ, তাদের মাথায় কাদের হাত আছে আমি জানি না। একদিন আমি দেখছি, অকথ্য অত্যাচার এবং অশ্লীল ভাষা, দেবাশিসবাবু সামনে দৌড়চ্ছেন, আমাদের সবাই দেখেছেন, এবং পিছনে পিছনে গালি দিয়ে (মনোজিৎ) ... এটা তখন আমাদের খুব নাড়া দিয়েছিল। (গালি) দিতে দিতে দৌড়ে ওকে ধরবেন, মারবেন এই রকম।''






















