Petrol-Diesel Price: আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ? তৃণমূলের প্রতিবাদের পর কমল কি জ্বালানির দর ?
Petrol Diesel Price Today: গত সপ্তাহে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামের ইস্যু প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিল তৃণমূল। আজ কোথায় দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম ?
কলকাতা: আজ কলকাতায়, কোথায় দাঁড়িয়ে পেট্রোল-ডিজেলের দাম ? স্বাভাবিকভাবেই পুুজোর ছুটিতে অনেকেই ঘুরতে যাবার প্ল্যান রেখেছেন। গাড়ি ধোয়াও কমপ্লিট। এবার আজ শুধু জ্বালানি ভরার অপেক্ষা। তবে এদিন ফের বাড়ল কি ? পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দর ? যদিও এদিনও ফের একই জায়গায় দাঁড়িয়ে জ্বালানির দাম। তবে অস্বস্তি কমিয়ে এদিনও অপরিবর্তিত রইল জ্বালানির দর। আজ কলকাতা-সহ দেশের ১০ শহরে পেট্রোল-ডিজেলের কী দাম ? চলুন জেনে নেওয়া যাক।
আজ কলকাতা-দিল্লি- মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোল-ডিজেলের দাম কী ?
কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।
মুম্বইতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.২৭ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।
দেশের বাকি ৬ শহরে জ্বালানির দাম কী ?
নয়ডায় পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৬ টাকা।
বেঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা।
চণ্ডীগড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.২০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৪. ২৬টাকা।
লখনউতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৫৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৭৬টাকা।
জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।
পাটনায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৭.২৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.০৪ টাকা।
দেশের একাধিক জায়গা এখনও অর্থকষ্টে ভুগছে, তাই পেট্রোল-ডিজেলের দামটা প্রত্যক্ষ, কোথাও পরোক্ষভাবে প্রভাব ফেলে। তার জন্য গাড়ি থাকতে হয় কি ! আজ্ঞে না। কারণ এখনও গরীব চাষীরা অকাল বৃষ্টিতে একেই অনেক রাজ্যে অনেক সময় ক্ষতির সম্মুখীন হন। তার উপর যদি পেট্রোল-ডিজেলের ধরা ছোয়ার বাইরে যায়, তাহলে তো আর কাঁচামাল টুকু বাজারে পৌঁছে লাভের অঙ্কও সেইভাবে আসে না। সে যতোই বেশি দামে বিক্রি হোক। তবে এই বেশি দামে বিক্রির জেরে অনেকেই পুজোর মাঝে রাস্তার ব্যানারে ভালমন্দ খাবারের অ্যাড দেখেই দিন গুজরান করেন। কারণ কোভিড যে অনেকে চিরতরে নেওয়ার পাশাপাশি অনেককে রোজগার শূন্য করেছে। তাই উমা আসছে তো বটেই, তবে এহেন সময়ে জ্বালানির দাম কমার অপেক্ষায় শহরবাসী।
আরও পড়ুন, আজ ফের সাতসকালে বৃষ্টির পূর্বাভাস, বিকেলেও ভিজবে দক্ষিণ ২৪ পরগনা
অপরদিকে, গত সপ্তাহে, অরাজনৈতিক ভাবে পাপ্পু টিশার্ট (Pappu T Shirt) পরে রাস্তায় তৃণমূল (TMC)। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে কেন্দ্রের জন্য। সাধারণ মানুষকে সচেতন করতে শনিবার সকালে নলহাটির লোহাপুরে পেট্রোল পাম্পে কয়েকজন যুবক অমিত শাহ-র (Amit Shah) ছবি আঁকা টি-শার্ট পরে পেট্রোল পাম্পে (Petrol Pump)আসা সাধারণ মানুষ জানায় কেন্দ্রীয় সরকার পেট্রোলের লিটার পিছু ৫০ টাকা করে বেশি নিচ্ছে বলে, তেলের দাম হচ্ছে ১০৬ টাকা। তাঁরা জানায়, তেলের দাম কেন বেড়েছে, সেটাই মানুষকে বোঝানোর জন্য এই কর্মসূচী। তৃণমূলের যুব সম্প্রদায় অরাজনৈতিক ভাবে এই কর্মসূচী নেয় এবং প্রচার চালিয়েছে।