Kolkata News: চিকিৎসক পুণ্যব্রত ও তমোনাশকে পুলিশের নোটিস, থানায় হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি
Police Notice Doctor Punyabratya Tamonash : সাইকেল মিছিলের অভিযোগে নোটিস ২ চিকিৎসককে, জাতীয় সড়ক আইন লঙ্ঘনের ধারাতেও মামলা

কলকাতা: চিকিৎসক পুণ্য়ব্রত গুণ ও তমোনাশ চৌধুরীকে পুলিশের নোটিস। ৮ অগাস্ট অনুমতি ছাড়া সাইকেল মিছিলের অভিযোগে নোটিস। একাধিক ধারায় মামলা রুজু ২ চিকিৎসকের বিরুদ্ধে। জাতীয় সড়ক আইন লঙ্ঘনের ধারাতেও মামলা। চিকিৎসক পুণ্য়ব্রত গুঁইয়ের গাড়িচালককেও নোটিস। ২ দিনের মধ্যে ঠাকুরপুকুর থানায় হাজিরার নির্দেশ। থানায় হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি।
আরও পড়ুন, দমদমে নতুন AC লোকাল আসার পরই উত্তেজনা ! 'SIR-এর ভয়ে থরহরিকম্প তৃণমূল', নিশানা সুকান্তর
৮ আগস্ট ঠাকুরপুকুর থেকে কলেজস্ট্রিট পর্যন্ত সাইকেল মিছিল হয়েছিল। সাইকেল মিছিল গিয়ে মিলিত হয় জুনিয়র ডাক্তার ফ্রন্ট এর অভয়া রাতের মশাল মিছিলে। ৬৫ জন সাইকেল আরোহী অংশ নিয়েছিলেন। চিকিৎসক পূর্ণব্রত গুণ ও তমনাশ চৌধুরীকে পুলিশের সম্মতি না নিয়ে সাইকেল মিছিল করায় অভয়া মঞ্চের আহ্বায়ক হিসেবে নোটিশ ঠাকুরপুকুর থানার। পূর্ণব্রত গুণের গাড়ির চালক প্রভু রজকের বিরুদ্ধে মামলা রুজু। জনগণের অসুবিধা করা, আইন অমান্য করা, সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু।
অভয়ামঞ্চের আহ্বায়ক পুণ্যব্রত গুণ বলেন, অনুমতি না দিলে পুলিশের যা যা করার কথা সেগুলো তারা করেননি। তারা পূর্ণ সহযোগিতাই করেছিলেন, সাইকেল মিছিলটা করার ক্ষেত্রে। ৮ অগাস্ট পুলিশের অনুমতি না নিয়ে সাইকেল মিছিল করার অভিযোগ। অভয়ামঞ্চের আহ্বায়ক হিসেবে দুই চিকিৎসক পুণ্যব্রত গুণ ও তমোনাশ চৌধুরীকে মিছিল পাঠাল পুলিশ।হাজিরা না দিলে গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নোটিস পাঠানো হয়েছে ২ চিকিৎসকের গাড়ির চালকদেরও। ২ দিনের মধ্যে ঠাকুরপুকুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
অভয়ামঞ্চের আহ্বায়ক পুণ্যব্রত গুণ বলেন,৮ তারিখ বেহালার শীলপাড়া থেকে তাঁরা শুরু করে টালিগঞ্জ, রাসবিহারী, গড়িয়াহাট, সেভেন পয়েন্ট ক্রসিং, রামলীলা ময়দান, মৌলালি, রাজাবাজার, মানিকতলা হয়ে আর্মহার্স্ট্র স্ট্রিট হয়ে কলেজ স্কোয়ারে আসেন প্রচার করতে করতে। আমাদের যে মেল করা হয়েছিল অভয়ামঞ্চের পক্ষ থেকে পুলিশকে জানিয়ে যে আমরা এরকম সাইকেল মিছিল করতে চাইছি। তার ওরা একটা উত্তর দেন সেই উত্তরটা রাতেরবেলায় দেন তখন আমাদের আর খুলে দেখা হয়নি। পুলিশের সহযোগিতা না থাকলে হয়তো আমরা খুলে দেখতাম। পরে আমরা দেখি যে আমাদের অনুমতি দেওয়া হয়নি। '
৮ অগাস্ট ঠাকুরপুকুর থেকে কলেজস্ট্রিট পর্যন্ত এই মিছিলে অংশ নেন ৬৫ জন সাইকেল আরোহী। সোমবারই থানায় গিয়ে দেখা করতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসক তমোনাশ চৌধুরী।অভয়ামঞ্চের আহ্বায়ক তমোনাশ চৌধুরী বলেন,'মানুষের প্রতিবাদের অধিকারকে কেড়ে নেওয়ার কোনও চেষ্টা হলে আমরা তার প্রতিবাদ করব। কিন্তু আমরা নিশ্চয়ই পুলিশের নোটিস পেয়ে আমরা যাব। যদি পুলিশের তরফ থেকে আমাদের উপর কোনও বাড়তি চাপ আসে, নিশ্চয়ই তার আমরা ব্যবস্থা নেব। আমাদের কোনও এড়িয়ে যাওয়ার বা পালিয়ে যাওয়ার জায়গা নেই। আমরা হয়তো আগামীকালই দেখা করব।'
গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন,'যেভাবে থানাগুলো কাজ করছে না আগামী দিনে আমার মনেহয় থানার IC, OC-দেরকে ওঁদের বাড়ির লোকেরা বাড়িতে ঢুকতে দেবে না। নির্লজ্জতাটা চরম জায়গায় চলে গেছে। অথবা স্ত্রীরা পিছনে প্ল্য়াকার্ড নিয়ে ঘুরবে আমি অমুক থানার IC-র স্ত্রী নই আজ থেকে। এইভাবে ঘোষণা করে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলদাসে পরিণত হয়ে গেছে থানার পুলিশগুলো। জনগণ কিন্তু ছাড়বে না। '


















