Santanu Sen: 'সারা দেশ দেখল, কীভাবে তারা পুলিশের উপর বেধড়ক মারধর করল', বিস্ফোরক শান্তনু
Santanu Sen on Nabanna Abhijan: বিজেপির নবান্ন অভিযানে উত্তাল কলকাতা-হাওড়া। এলোপাথারি ইট,বাঁশ ছুড়লেন বিজেপি সমর্থকরা, ভাঙল ব্যারিকেড। দাউদাউ করে জ্বলে পুলিশের গাড়ি। কী বললেন শান্তনু সেন ?
কলকাতা: বিজেপির নবান্ন অভিযানে (Nabanna Abhijan) উত্তাল কলকাতা-হাওড়া। সাঁতরাগাছি থেকে লালবাজার, নবান্ন অভিযানে কুরুক্ষেত্র গঙ্গার দু'পাড়। এলোপাথারি ইট,বাঁশ ছুড়লেন বিজেপি সমর্থকরা, ভাঙল ব্যারিকেড। দাউদাউ করে জ্বলে পুলিশের গাড়ি। পাল্টা বেধড়ক লাঠিচার্জ পুলিশের, চলল জলকামান, কাঁদানে গ্য়াসও। জখম বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী, আহত পুলিশও। অবস্থান বিক্ষোভের মাঝেই সুকান্তদের প্রিজনভ্যানে তোলে পুলিশ (Kolkata Police)। নবান্ন অভিযানের আগে শুভেন্দু অধিকারীকে আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভে নামে বিজেপি।লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। আর এই ইস্যুতে এদিন প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (TMC Leader Santanu Sen)।
তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santanu Sen) এদিন বলেন, 'সারা ভারতবর্ষ আজকে দেখল, ১১ কোটি ৩০ লক্ষ টাকা খরচা করে, কীভাবে একটা রাজনৈতিক দল, যারা মানুষের দ্বারা নির্বাচনের মধ্যে দিয়ে বারংবার প্রত্যাখ্যাত হচ্ছে, তাঁরা একটা শান্ত রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে। কীভাবে তাঁরা অর্গানাইজড ক্রাইম করতে পারে ! কীভাবে তাঁরা সরকারি সম্পত্তি নষ্ট করতে পারে, কীভাবে তারা পুলিশের উপর বেধড়ক অত্যাচার, মারধর করতে পারে, এই ধরনের নিকৃষ্ট আচরণ, ভারতীয় জনতা পার্টি ছাড়া এই মুহূর্তে ভারতবর্ষের অন্য কোনও রাজনৈতিক দল করতে পারে বলে আমি বিশ্বাস করি না। তাঁদের এই মিছিলে লোক হয়নি। তারা বিভিন্ন জেলা থেকে লোক আনতে ব্যর্থ হয়েছে। তাঁরা প্ল্যান করেছিল, অন্য রাজ্য থেকে গুন্ডা নিয়ে এসে তাঁরা গুন্ডাগিরি করবে। কীভাবে আজকে তাঁরা তাণ্ডব করেছে, আজকে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। কীভাবে তাঁরা মিছিলের মধ্য়ে রড, শাবল, বন্দুক, গুলি, কাঁচের বোতল নিয়ে গিয়েছে, কীভাবে তাঁরা গাড়ি জ্বালিয়েছে ! একটা কমিউন্যাল রায়ট তৈরি করার প্রবণতা তাঁদের মধ্যে ছিল। আজকে রাজ্যের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেব, তাঁরা যেভাবে পদক্ষেপ নিয়ে সেটা আটকাতে পেরেছে।'
আরও পড়ুন, 'বিজেপির মিছিলে মহিলাদের উপর অত্যাচার', 'মহিলা কমিশনের নজরে আনা হয়েছে', রিটুইট মালব্য-র
প্রসঙ্গত, আজ বিজেপির নবান্ন অভিযানের শুরুতেই রণক্ষেত্রের চেহারা নেয় কোনা এক্সপ্রেসওয়ে। প্রথমে সাঁতরাগাছিতে পুলিশের গার্ড রেল টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। এরপর পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় কাঁচের বোতল, ইট, পাথর এবং বাঁশ। গার্ড রেল ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। ভেঙে চুরমার করে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। পাল্টা জল কামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। লাঠি উঁচিয়ে বিজেপি কর্মীদের তাড়া করে পুলিশ। রাস্তায় ফেলে মারা হয় এক বিজেপি কর্মীকে। অন্যদিকে, হাওড়া ময়দানের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মীরা। অবস্থান বিক্ষোভের মাঝেই সুকান্তদের প্রিজনভ্যানে তোলে পুলিশ।