Ram Nabami Preparation: চিহ্নিত স্পর্শকাতর এলাকা, রামনবমীতে নিরাপত্তায় জোর; কলকাতা থেকে হাওড়ায় কড়া পুলিশি ব্য়বস্থা
Ram Nabami Preparation Update: রামনবমীতে মিছিল ও শোভাযাত্রা নিয়ে চূড়ান্ত সতর্ক পুলিশ। কলকাতা থেকে হাওড়া, সমস্ত স্পর্শকাতর অঞ্চলগুলিতে থাকছে কড়া নজরদারি।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: রবিবার রামনবমী (Ram Nabami Preparation) নিয়ে চড়ছে পারদ। ২ থেকে ৯ তারিখ পর্যন্ত রাজ্যের পুলিশ আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। নিরাপত্তা খতিয়ে দেখতে বুধবার ফের পথে সিপি নামেন। চিৎপুরে রামনবমীর প্রস্তুতি খতিয়ে দেখলেন মনোজ ভার্মা। কলকাতার পাশাপাশি হাওড়াতেও রামনবমী নিয়ে সর্তক পুলিশ।
রামনবমীর প্রস্তুতি: রামনবমীতে মিছিল ও শোভাযাত্রা নিয়ে চূড়ান্ত সতর্ক পুলিশ। কলকাতা থেকে হাওড়া, সমস্ত স্পর্শকাতর অঞ্চলগুলিতে থাকছে কড়া নজরদারি। মঙ্গলবারের পর বুধবারও পুলিশি প্রস্তুতি খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি জানান, " ৬ তারিখে রামনবমী। বিভিন্ন রুট দেখছি। আমরা চাইছি উৎসব যেন সবাই পালন করতে পারে। সেই হিসেবে সব ব্যবস্থা হচ্ছে। কিছু স্পর্শকাতর জায়গা আমাদের নজরে আছে। আমরা আশা করছি শান্তিপূর্ণ হবে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা সতর্ক আছি। ডিজে বা মিউজ়িক সিস্টেম নিয়ে কলকাতা হাইকোর্টের যা নির্দেশ আছে তা পালন করতে হবে।''
রবিবার রামনবমী উপলক্ষে জোড়া মিছিলের ডাক দেওয়া হয়েছে। বোটানিক্যাল গার্ডেন-মল্লিক ফটক ও নরসিংহ মন্দির-হাওড়া ময়দান জোড়া মিছিলের ডাক। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, ২০০টি বাড়ির ছাদ থেকে নজরদারি চালাবে হাওড়া পুলিশ, উড়বে ড্রোন। থাকছে কন্ট্রোল রুম, সিসি ক্যামেরায় চলবে নজরদারি। হাওড়ায় রামনবমীর মিছিলে ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা পুলিশের। হাওড়ায় নজরদারিতে মোতায়েন ২৪ জওয়ানের কমান্ডো টিম। হাওড়ার যে যে এলাকা দিয়ে রামনবমীর মিছিল যাবে সেখানকার কোনও বাড়ির ছাদে নির্মাণ সামগ্রী রাখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার বিশ্বজিৎ মাহাতো বলেন, "স্পর্শকাতর জায়গা অনেকগুলো চিহ্নিত করা হয়েছে। একাধিক জায়গা ভালভাবেই কভার রাখছি। ছাদে যাতে কেউ কোনও সামগ্রী জমা না করতে পারে, তাই ড্রোনে নজরদারি চলবে। কোনও বছরই ডিজে বাজানোর অনুমতি দেওয়া হয় না। এবছরও হবে না।''
এদিকে রামনবমী ঘিরে বাঁকুড়া জেলায় গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে। রামনবমীতে হিন্দুদের পথে নামার ডাক দিয়ে বাঁকুড়া ১ নম্বর ব্লকের আঁধারথোল গ্রামে বাড়ি বাড়ি প্রচার করল বিজেপি। রামচন্দ্রের ছবি হাতে নিয়ে, খালি পায়ে, খোল-করতাল সহযোগে বিজেপির তরফে ওই মিছিল করা হয়। ছিলেন দলের জেলা কমিটির সদস্য। এলাকার মহিলারা শঙ্খধ্বনি করে মিছিলকে স্বাগত জানান। রবিবার রামনবমীর দিন বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। ওই মিছিল সফল করার আহ্বান জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে বাঁকুড়া শহরের রানিগঞ্জ মোড় এলাকায় পতাকা লাগানো হয়েছে।






















