Tiretta Bazaar: টেরিটি বাজারে ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে ১২০ বছরের পুরনো বাড়ি
Tiretta Bazaar Fire: ঘিঞ্জি এলাকায় ১২০ বছরের পুরনো বাড়ির ছাদে আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন।
সুদীপ্ত আচার্য, কলকাতা: টেরিটি বাজারে ভয়াবহ আগুন। ঘিঞ্জি এলাকায় ১২০ বছরের পুরনো বাড়ির ছাদে আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। বের করা হল বাড়িতে থাকা একটি পরিবারের সদস্যদের। ৪৩ নম্বর ওয়ার্ডে ১৫ নম্বর দামজানে লেনে অগ্নিকাণ্ড। সন্ধে সোয়া ৭টা নাগাদ আগুন লাগে।
দেখা যায় তিন তলা বাড়ির একদম ওপরের ফ্লোরে আগুন লাগে। সেই আগুন দাউদাউ করে জ্বলছে। এদিকে অত্যন্ত সংকীর্ণ গলির মধ্যে এই বাড়ি থাকায় আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
গলির মধ্যে বাড়িটির অবস্থানের জন্য দমকলের ইঞ্জিনগুলিকে বাড়ির সামনে আনা যায়নি। রিলো সিস্টেমের মাধ্যমে জল এনে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তিন তলায় ৫ সদস্যর একটি পরিবার থাকত। এর মধ্যে বয়স্ক বাসিন্দাও রয়েছে। এই বাড়িটির দোতলাতেও কয়েকজন ছিলেন। এক তলা ছিল সম্পূর্ণ ফা
আরও পড়ুন, তৃণমূল তো ৫০০ দিচ্ছে, বিজেপি এলে ২০০০ টাকা দেবে, 'কথা দিলেন' সুকান্ত
আগুন লাগার পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রত্যেককেই বের করে আনা সম্ভব হয়েছে বলে খবর। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও এসেছেন এই এলাকায়। কেউ যদি আগুনে আটকে গিয়ে থাকে তাঁদের উদ্ধারকার্যের জন্যই তড়িঘড়ি এসেছে এই দল। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।
View this post on Instagram
দমকল সূত্রে খবর, এই তিনতলার বাড়িটির ছাদে কাঠ এবং টালির ছাউনি ছিল। ফলে দাহ্য বস্তু থাকার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও কীভাবে এই আগুন লাগে তা এখনও জানা যায়নি।
ঘনবসতিপূর্ণ এলাকা থাকার জন্য আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছে দমকল কর্মীরা। শতাব্দী প্রাচীন বাড়িতে আগুন নেভানোর কাজ করতে গিয়ে হিমসিম অবস্থা দমকল কর্মীদেরও। একদিকে আগুনের তাপ, অপর দিকে ভঙ্গুর বাড়ি হওয়ায় চিন্তা বাড়ছে।