Kolkata: আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ বিধাননগর পুলিশের জালে দুই দুষ্কৃতী
Kolkata News: অভিযুক্তদের গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুই ব্যক্তিকে সন্দেহজনক ভাবে সল্টলেকের বৈশাখী খাল ধারে ঘুরতে থাকার খবর পৌঁছায় বিধাননগর উত্তর থানায়।
রঞ্জিত সাউ, বিধাননগর: আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুই ব্যক্তিকে সন্দেহজনক ভাবে সল্টলেকের বৈশাখী খাল ধারে ঘুরতে থাকার খবর পৌঁছায় বিধাননগর উত্তর থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ দেখে পালাতে থাকে অভিযুক্তরা। অবশেষে ধাওয়া করে দুই অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। দুই অভিযুক্ত কলকাতার বাসিন্দা। তাদের কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। এর আগেও এই দুই ব্যক্তি বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে খবর। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে এরা ঘুরছিল বা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেফতার
উত্তর ২৪ পরগনার শাসনের তেহাটায় দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেফতার ৫। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র। উদ্ধার ২২টি তাজা বোমা। শুক্রবারের তাণ্ডবের পর থেকে থমথমে গোটা এলাকা। জনশূন্য রাস্তাঘাট। ঘোষপাড়ায় বসানো হয়েছে পুলিশ পিকেট। আতঙ্কের মধ্যেই ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা।
শাসনের তেহাটার বাসিন্দা মহম্মদ জিয়ারুল মোল্লার কথায়, 'রাতে দুমদাম বোম পড়ে। ঘুমোতে পারি না। পার্টিগুলো আতঙ্কে রেখে দিয়েছে। পুলিশ এসে দেখে চলে যায়। কোনও সাহায্য পাই না। আমরা শান্তি চাই। অশান্তি চাই না।'
রামপুরহাটকাণ্ডে মুখ্যমন্ত্রীকে চিঠি
রামপুরহাট হত্যাকাণ্ড (rampurhat violence) নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) উদ্দেশে চিঠি লিখলেন বিশিষ্টদের (eminenet persons) একাংশ। পুলিশি (police) সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভুলত্রুটি সংশোধনের পক্ষেই সওয়াল করেছেন তারা। বিশিষ্টদের চিঠিতে নিন্দা করা হয়েছে পানিহাটিতে তৃণমূল (TMC) কাউন্সিলর, ঝালদার কংগ্রেস (Congress) কাউন্সিলর খুনেরও। চিঠি প্রসঙ্গে অবশ্য তাঁদের খোঁচা দিতে ছাড়েননি বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy)।