![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RG Kar Case: 'দেশে খারাপ ঘটনা ঘটলে কেন্দ্রীয় সম্মান-পদ ছাড়বেন তো ?' প্রশ্ন কুণালেরও
RG Kar Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী...
![RG Kar Case: 'দেশে খারাপ ঘটনা ঘটলে কেন্দ্রীয় সম্মান-পদ ছাড়বেন তো ?' প্রশ্ন কুণালেরও Kunal Ghosh raises questions if anything happens in country will medals posts be rejected amid RG Kar Protest RG Kar Case: 'দেশে খারাপ ঘটনা ঘটলে কেন্দ্রীয় সম্মান-পদ ছাড়বেন তো ?' প্রশ্ন কুণালেরও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/06/c71543d5c61009ec66f9edcf3cef138c1725591000636170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার ফেরোনার তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। তা এবার স্রোতের চেহারা নিয়েছে। সরকারি পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী। এই আবহে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তাঁর প্রশ্ন, ব্রাত্যর প্রশ্নটাও ভাববেন, দেশে খারাপ ঘটনা ঘটলে (ঘটেই চলেছে), কেন্দ্রীয় সম্মান-পদ ছাড়বেন তো ?
কারা কারা পুরস্কার ফেরাতে চেয়েছেন ?
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে গর্জে উঠেছে গোটা বাংলা। ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য। তার প্রতিবাদে সরকারি পুরস্কার ফেরানোর যে প্রবণতা শুরু হয়েছে। একে একে সামিল হয়েছেন- সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্য়ায়রা।
আর জি কর-কাণ্ডে বেনজির গণ-আন্দোলনের আবহে তা এবার স্রোতের চেহারা নিল। সরকারি পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী। মঞ্চ ও পর্দার পরিচিত মুখ সুপ্রিয় দত্ত। ২০২১ সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি তাঁকে বিশিষ্ট চরিত্রাভিনেতার পুরস্কারে সম্মানিত করে। সেই পুরস্কার ফেরাতে চেয়ে সোমবারই পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সচিবকে চিঠি দিয়েছেন তিনি। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পান পরিচালক ও অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত। সেই পুরস্কার ও তার সঙ্গে পাওয়া সাম্মানিক ফেরাতে চেয়ে তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির দেওয়া বিশিষ্ট চরিত্রাভিনেত্রীর পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকর্মী সঞ্জিতা মুখোপাধ্য়ায়ও। একই পথে হেঁটেছেন নাট্যকর্মী শুভদীপ গুহ। ২০২৩ সালে তথ্য ও সংস্কৃতি দফতরের দেওয়া 'শম্ভু মিত্র পুরস্কার' ফেরানোর কথা জানিয়েছেন তিনি। বাংলার নাট্যমহল থেকে যখন প্রতিবাদের এই ছবি উঠে আসছে, তখন রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন শিল্পী সনাতন দিন্দা। অর্থাৎ, চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীদের পথে পা বাড়াচ্ছেন অনেকেই।
এই আবহে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ । তিনি লিখলেন, 'যত বেশি সম্মান ফেরত, পদ ফেরত, তত বেশি করে বোঝা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু নিজেদের মতামতের বিশিষ্টদের সম্মান দেননি; দিয়েছিলেন নিরপেক্ষভাবে ভিন্ন ভাবাদর্শের নাগরিকদেরও। আরজি করে আমরাও ন্যায়বিচার চাই। তবে ব্রাত্যর প্রশ্নটাও ভাববেন, দেশে খারাপ ঘটনা ঘটলে (ঘটেই চলেছে), কেন্দ্রীয় সম্মান, পদ ছাড়বেন তো ?' তাঁর সংযোজন, 'ফেরতের মাধ্যমে প্রতিবাদের অধিকার সবার আছে। এই মানসিকতাকেও সম্মান জানাই।'
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 5, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)