West Bengal News Live Updates: মেসির অনুষ্ঠানে যুবভারতীতে তাণ্ডব, গ্রেফতার বেড়ে ৫
WB News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলা। ভাঙচুরে গ্রেফতার ৫ দর্শক। ফুটেজ খতিয়ে চিহ্নিত করার পর ধৃত, দাবি পুলিশ সূত্রে।
যুবভারতীতে বিশৃঙ্খলা। উদ্যোক্তা শতদ্রু দত্তর ম্যানেজারকে তলব। ম্যানেজারের সঙ্গে বৈঠকে বিধিনিষেধ জানানো সত্ত্বেও মানা হয়নি। দাবি পুলিশের। ডাকা হল আরও পাঁচ কর্মীকেও।
যুবভারতীতে বিশৃঙ্খলা। হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর। ইডি-সিবিআই তদন্ত-সহ আরও দুটি মামলার আর্জি। অনুমতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।
অনুমতি দেওয়া হয়নি। না জানিয়ে রাতের অন্ধকারে ঢোকানো হয়েছিল জল, খাবার। সকালে জানার পর আর বাধা দেওয়া হয়নি। যুবভারতীকাণ্ডে আজব সাফাই পুলিশের।
মেসির সঙ্গে ছবি পোস্ট। সোশাল মিডিয়ায় শুভশ্রীকে কটূক্তির অভিযোগ। পুলিশের দ্বারস্থ রাজ চক্রবর্তী। টিটাগড় থানায় অভিযোগ দায়ের।
SIR আবহে ফের ভোটার তালিকায় গরমিল। মঙ্গলকোটে ৬ বছর বয়সে ২ ছেলের বাবা। অন্যকে বাবা দেখিয়ে নাম তোলায় অভিযুক্ত ২ ভাই। বাংলাদেশি বলে স্বীকার অভিযুক্তদের।
ফরাক্কায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার আত্মীয়কে খুনের অভিযোগ। নাইট গার্ডের কাজে যাওয়ার সময় হামলা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। পুরনো বিবাদের জের, অনুমান পুলিশের।
WB News Live: 'লিওনেল মেসি কলকাতায় এলেন, কিন্তু অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না?', পোস্ট তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার
'লিওনেল মেসি কলকাতায় এলেন, কিন্তু অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না?', পোস্ট তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার। 'কেন দেখা গেল না প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, কেন ?' 'সল্টলেক স্টেডিয়ামে মেসির ৭০ ফুট স্ট্যাচু ভার্চুয়ালি উদ্বোধন হল, উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও সিনেমার তারকারা ', পোস্ট শত্রুঘ্ন সিনহার। খুব দুঃখ পেয়েছি, প্রতিক্রিয়া প্রসূন বন্দ্যোপাধ্যায়ের।
West Bengal News Live: সব মিলিয়ে যুবভারতীতে ক্ষতির অঙ্ক আড়াই কোটিরও বেশি, খবর সূত্রের
মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলা, কার্যত লন্ডভন্ড যুবভারতী। শনিবারের তাণ্ডবে গ্যালারি ও মাঠে ব্যাপক ক্ষতি। সব মিলিয়ে যুবভারতীতে ক্ষতির অঙ্ক আড়াই কোটিরও বেশি, খবর সূত্রের।






















