Messi in Kolkata: 'অনেক চেষ্টা করেও মেসিকে দেখতে পেলাম না', সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ তৃণমূল বিধায়কের
Lionel Messi: যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। এবার মুখ খুললেন আরেক তৃণমূল বিধায়ক।

কলকাতা : যুবভারতীতে তুলকালাম, মুখ খুললেন আরেক তৃণমূল বিধায়ক। 'মেসির গায়ে গায়ে সবসময় থাকতে হবে, এটার দরকার ছিল না। অনেক চেষ্টা করেও মেসিকে দেখতে পেলাম না', বিধ্বস্ত যুবভারতীর ছবি পোস্ট করে আক্ষেপ মনোরঞ্জন ব্যাপারীর। 'চূড়ান্ত অব্যবস্থা, যা হল তা বাংলার জন্য সম্মানজনক নয়। হুডখোলা গাড়িতে মেসিকে ঘোরালেই এটা হত না', বিরোধীরা হাতে অস্ত্র পেয়ে গেল, বলছেন খোদ বলাগড়ের তৃণমূল বিধায়ক।
'চূড়ান্ত অব্যবস্থা। দর্শকদের চূড়ান্ত বিশৃঙ্খলতা। সবটা মিলিয়ে যেটা হল, বাংলার পক্ষে, বাঙালির পক্ষে খুব সম্মানজনক কিছু হল না। মেসিকে যদি একটা হুডখোলা গাড়িতে একটুখানি মাঠের চারদিকটা একটু ঘুরিয়ে দিতেন, পায়ে চারটি বল দিতেন, চারটে লাথি মেরে চারদিকে চারটে বল ফেলে দিত, মানুষের মধ্যে আর এত ক্ষোভ জমা হতো না। একদম মেসির গায়ে গায়ে ঘেঁষে সর্বক্ষণ থাকতে হবে, এটার তো কোনও প্রয়োজন। একটা ছবি তুলল, সরে গেল। সারাক্ষণ তাঁর সঙ্গে সেঁটে সেঁটে ঘুরে বেড়ানো একদল লোক। আমার ধারণা ৫০০ জন ছবি তুলে বেড়াচ্ছিল। দলের নেতা-মন্ত্রী... আমি ওরম ভাবে কিছু বলতে চাই না। শুধু এটাই বলতে চাই যে, এটা একটা সুন্দর ব্যবস্থা করা যেত। একটা উঁচু, একটা মঞ্চ যদি তৈরি করত, সেই মঞ্চটার উপর মেসি উঠে দাঁড়ালে, তাও সবাই দেখে নিত। আমারও তো খারাপ লেগেছে। এতগুলো পয়সা খরচ করে, গাড়ি ভাড়া করে গেলাম, সারাটা দিন ওখানে, একটু একঝলক, একটু দেখতে পেলাম না। বিরোধীদের হাতে আমরা তুরুপের তাস তুলে দিলাম,' বলছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।
গত ১৩ ডিসেম্বর শনিবার যুবভারতীতে এসেছিলেন লিওনেল মেসি। তাঁর G.O.A.T India Tour শুরু হয়েছিল কলকাতা থেকেই। আর সেখানেই স্টেডিয়ামের চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। প্রিয় ফুটবল তারকাকে একঝলক দেখতে না পেয়ে কার্যত মারমুখী হয়ে ওঠে দর্শকরা। গ্যালারি থেকে মাঠ, সারা স্টেডিয়াম জুড়ে অবাধে চলে ভাঙচুর। এই তাণ্ডবের ঘটনায় ৫ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বিধাননগর দক্ষিণ থানার হাত থেকে তদন্তভার স্থানান্তরিত হয়েছে বিধাননগর গোয়েন্দা বিভাগের হাতেও। সেদিন মাঠে গিয়ে কেউই দেখতে পাননি লিওনেল মেসিকে। প্রশাসন, আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মেসি-ভক্তরা। 'কিছু সংখ্যক লোক' লিওনেল মেসিকে ঘিরে থাকায় তাঁকে একবারের জন্যেও দেখতেই পাননি প্রচুর টাকা খরচ করে টিকিট কেটে আসা দর্শকরা। আধঘণ্টারও কম সময়ের মধ্যে স্টেডিয়াম ছেড়ে চলে যেতে একপ্রকার বাধ্যই হন লিওনেল মেসি।






















