Loksabha Election 2024 : আলিপুরদুয়ারে মেঘ কাটল পদ্মশিবিরে ? অভিমান ভুলে টিগ্গার হয়ে ভোট চাইলেন বার্লা
Loksabha Election 2024 Alipurduar Constituency : মাঝে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রচারে দেখা যায়নি জন বার্লাকে, যা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছিল বিজেপিকে।
অরিন্দম সেন, আনিপুরদুয়ার : লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেই তালিকা থেকে বাদ পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আলিপুরদুয়ার আসনে টিকিট পেয়েছেন দলের জেলা সভাপতি ও বিধায়ক মনোজ টিগ্গা। লোকসভা ভোটের টিকিট না পেয়ে বিদ্রোহী হয়ে ওঠেন আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ। জন বার্লা অভিযোগ করেন, মনোজ টিগ্গা কলকাঠি নাড়ার জন্যই তাঁর নাম বাদ পড়েছে। মাদারিহাটে রেলের অনুষ্ঠানে গিয়ে সবার সামনেই মনোজ টিগ্গার সমালোচনা করেন। এক কথায়, যুদ্ধ ঘোষণা করেন মনোজের বিরুদ্ধে। বলে দেন, 'প্রত্যাহার করবে, তারপর কথা হবে, না হলে কারও সঙ্গে কোনও কথা হবে না! কারও সঙ্গে কথা বলব না। প্রত্যাহার করলে তখন কথা বলব। আমার সঙ্গে ছল করবে! আমি জেতাব...না, না, না...আমি করব না।'
কিন্তু তার কয়েকদিনের মধ্যেই এসব ভুলে কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের বিদায়ী বিজেপি সাংস দলীয় প্রার্থী মনোজ টিগ্গাকে ভাই বলে সম্বোধন করে বললেন, এত বড় পরিবারে তু তু ম্যায় ম্যায় হতেই পারে !
মাঝে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রচারে দেখা যায়নি জন বার্লাকে, যা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছিল বিজেপিকে। তবে গত ৪ ও ৭ এপ্রিল কোচবিহার ও জলপাইগুড়িতে নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভায় দেখা গিয়েছিল জন বার্লাকে। তারপর মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী বার্লা বিজেপি প্রার্থী মনোজের প্রচারে অংশ নেওয়ায় সেই মেঘ কিছুটা কাটল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এরপর মঙ্গলবার বার্লা আর টিগ্গাকে পাশাপাশি হাঁটতে দেখা গেল। মনোজের হলে ভোট চাইলেন জন। আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত মাদারিহাটের রামঝোড়া, লঙ্কাপাড়া চা বাগান এলাকায় বৌদ্ধ মন্দিরে পুজো দিয়ে এক সঙ্গে প্রচারে দেখা যায় বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা এবং কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে।
ভোট এলেই বারবার আলোচনায় আসে আলিপুরদুয়ারের নাম। রাজনীতির নামে যখন রাজ্যজুড়ে ভাষা সন্ত্রাস, পেশির আস্ফালন, তখন শান্ত সমাহিত এই ডুয়ার্স বারবার উঠে আসে উদাহরণ হিসেবে। বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি; যেমন রাজনৈতিক বৈচিত্র্যের খামতি নেই, তেমনি জনবৈচিত্র্য সমৃদ্ধ এই এলাকা। একদিকে বাঙালি-অবাঙালি, একাধিক আদিবাসী গোষ্ঠী সমৃদ্ধ এই জেলা আজকের রাজনীতিতে বিরল উদাহরণ। এবার আপাত শান্ত এই কেন্দ্র পদ্মে আস্থা রাখেন কি না সেটাই দেখার।
আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।