Loksabha Election 2024 : '৬ দিন জল নেই', সৌগতর সামনেই রাস্তায় বসে পড়লেন মহিলারা, কী করলেন প্রবীণ নেতা?
Saugata Roy : সৌগতকে দেখতে পেয়েই নিজেদের অভিযোগের কথা বলতে শুরু করেন বিক্ষোভকারী মহিলারা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সোমবার পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কদমতলা মোড়ে, জলের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন মহিলারা। এর জেরে প্রচার সেড়ে ফেরার পথে, আটকে পড়লেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। শুনলেন অভাব-অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, গত ৬ দিন ধরে এলাকায় জল আসছে না। বারবার অভিযোগ জানিয়ে সমস্য়া না মেটায় রাস্তায় নেমেছেন তাঁরা।
বিক্ষোভকারী এক বাসিন্দা জানালেন, রাস্তায় যানজট দেখে গাড়ি থেকে নেমে পড়েন তৃণমূল প্রার্থী। তাঁকে দেখতে পেয়েই নিজেদের অভিযোগের কথা বলতে শুরু করেন বিক্ষোভকারী মহিলারা। এরপরই জল বিভাগের পুর পারিষদের সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করেন সৌগত রায়। তাঁকে বলতে শোনা যায়, ' ৩৪ নম্বর ওয়ার্ডে মহিলারা রাস্তা অবরোধ করছে , সেইটার তো কিছু করতে হবে। ওরা বলছে লাইনের কাজ হচ্ছে। একটু আপনি আপনার লোকেদের দিয়ে পৌরসভায় খবর নিন। ৬ দিন ধরে জল পড়ছে না।' তারপরই প্রবীণ নেতা জানান, 'আমি KMDA-র সাথে কথা বললাম। কাউন্সিলর এল। জল এসে গেলে আমি নিশ্চিন্ত হব।' এর পরই অবরোধ তুলে নেন মহিলারা।
এর আগে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচারে দেখা যায় স্কুল পড়ুয়াদের। ট্যাবলোর ওপরে দেখা যায় ইউনিফর্ম পরা পড়ুয়াদের। একই মিছিলে সামিল হয়েছিলেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এই নিয়েই শুরু হয় বিতর্ক। কিছুদিন আগে, দমদমের ইন্দিরা ময়দান থেকে সেন্ট্রাল জেলের মাঠ পর্যন্ত মিছিল করেন সৌগত রায়।
প্রচারে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই মিছিলেই দেখা যায়, তৃণমূলের পতাকা হাতে প্রচার মিছিলে নিয়ে আসা হয়েছে স্কুল পড়ুয়াদের।
রাজনৈতিক কর্মসূচি বা ভোট প্রচারে শিশুদেরকে আনা নিয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে নির্বাচন কমিশনের। যেখানে বলা হয়েছে, কোনও রাজনৈতিক মিছিল, স্লোগান, পোস্টার বিলি এবং যেকোনও ভোট সংক্রান্ত কাজে শিশুদেরকে রাখা যাবে না। এমনকি, প্রচারের সময় প্রার্থী বা রাজনৈতিক দলের কোনও নেতা শিশুকে কোলেও নিতে পারবেন না। নির্দেশিকা মানা হচ্ছে কিনা তা দেখবেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং রিটার্নিং অফিসার। নির্দেশিকা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে কমিশনের তরফে। তারপরও দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচারে এই ছবি ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক।
১ জুন ভোট হবে দমদম কেন্দ্রে।শেষমেশ কার পাশে থাকবে দমদমবাসী? জানা যাবে ৪ জুন।