Malda News: প্রাসাদোপম বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূলনেত্রীর আত্মীয়ের নাম আবাস তালিকায়, বাদ পড়লেন দরিদ্ররা? মালদায় অভিযোগ
Awas Yojana: মালদার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ নং গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামের ঘটনা।
করুণাময় সিংহ, হরিশচন্দ্রপুর: প্রাসাদোপম বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় রেশন ডিলারের নাম। পাকা বাড়ি রয়েছে যাঁদের, স্থানীয় তৃণমূল নেত্রীর আত্মীয়দেরও নামও রয়েছ। কিন্তু মাটির বাড়িতে কোনও রকমে দিনযাপন করা পরিবারগুলির নাম কাটা গেল তালিকা থেকে। কাটমানি দিতে না পারাতেই এমন পরিণতির শিকার হতে হল বলে অভিযোগ মালদায়। (Malda News)
মালদার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ নং গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামের ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো সম্প্রতি আবাস প্লাসের সমীক্ষা শুরু হয়েছে মালদায়। বিভিন্ন পঞ্চায়েতে আবাস যোজনার প্রাথমিক তালিকা এসে পৌঁছেছে। আর তাতেই একাধিক অসঙ্গতি চোখে পড়েছে। অভিযোগ, অনেকের নাম ছিল তালিকায়, কিন্তু সেই সব নাম বাদ দেওয়া হয়েছে। (Awas Yojana)
এলাকার বাসিন্দা জ্যোৎস্নারা খাতুন জানিয়েছেন, তাঁর স্বামী কাজি নজরুল ইসলাম ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। টালিক চালের মাটির বাড়িতে কোনও রকমে রয়েছেন তাঁরা। সেই ঘরের অবস্থা তথৈবচ। কিন্তু অর্থাভাবে পাকা বাড়ি করতে পারেননি। আবাস যোজনার তালিকায় তাঁদের নাম ছিল। সমীক্ষার সময় প্রতিনিধিরাও এসেছিলেন বাড়িতে। কিন্তু হঠাৎই তালিকা থেকে নাম বাদ পড়ে যায়। জানাতে গেলে পঞ্চায়েত সদস্যা তাঁর থেকে ১০ হাজার টাকা চান বলে দাবি জ্যোৎস্নারার। তিনি দিতে পারেননি বলেই নাম বাদ গিয়েছে বলে দাবি করেছেন তিনি। অথচ পঞ্চায়েত সদস্যার আত্মীয়দের নাম তালিকায় উঠে গিয়েছে বলে জানিয়েছেন।
এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা লুৎফুন্নেসার দিকে আঙুল উঠেছে। অভিযোগ, লুৎফুন্নেসার দেওর, এলাকার রেশন ডিলার রফিকুল ইসলামের বেশ নামডাক রয়েছে এলাকায়। অট্টালিকার মতো পাকা বাড়িও রয়েছে তাঁর। তাঁর নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। রফিকুলের দাবি, ২০১৮ সালে যখন তালিকায় নাম ওঠে তাঁর, তখনও রেশন ডিলার হননি তিনি। এখনও কী ভাবে নাম রয়েছে, তা জানা নেই দাবি রফিকুলের।
হরিশচন্দ্রপুর মালিয়র ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি খাতুনের স্বামী ফিরোজ হোসেন জানিয়েছেন, এমন অনেকের নামই ছিল তালিকায় প্রত্যেকটি নাম কেটে বাদ দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। ব্লক প্রশাসন সূত্রে খবর, আপাতত প্রাথমিক তালিকা গিয়েছে। যেমন যেমন অভিযোগ আসবে, চেক করে নাম বাদ দেওয়া হবে। বিজিও তাপসকুমার পাল জানান, সমীক্ষার সময়ে অনেকে ভুল বোঝাতে পারে। তাই প্রাথমিক তালিকার পর অভিযোগের ভিত্তিতে কাটছাঁট করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এই ঘটনায় স্বজন পোষণের অভিযোগ তুলেছে বিজেপি।