Malda News: সর্ষে ক্ষেতে জল দেওয়া নিয়ে বিবাদ, আক্রান্ত জমির মালিক সহ ৪
Malda News: জানা গিয়েছে, জমির মালিক ক্ষেতে গিয়ে দেখতে পান, জল আটকে রয়েছে। জল আটকে থাকলে সর্ষে নষ্ট হয়ে যায়। শুরু হয় দুপক্ষের বচসা।
করুণাময় সিংহ, মালদা: সর্ষে ক্ষেতে জল দেওয়ায় নষ্ট হচ্ছে ফসল। আর তার প্রতিবাদ করায় একই পরিবারের ৪ জনের উপর আক্রমণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর থানার সাকিম তোলা ঘাট এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্ষে ক্ষেতে জল দেওয়া নিয়ে বিবাদ: পরিবার সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা হলেন আব্দুল লতিব (৫৬), আব্দুল মাতিন (৫৩), আব্দুল কায়েস (৫০), ও আব্দুল তাহির (৩৩)। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে সর্ষে ক্ষেতে জল দেন পার্শ্ববর্তী জমির মালিক মাসুদ উদ্দিন। ঘটনা জানতে পারেন ওই জমির মালিক আব্দুল লতিব । জানা গিয়েছে, ক্ষেতে গিয়ে দেখতে পান, জল আটকে রয়েছে। জল আটকে থাকলে সর্ষে নষ্ট হয়ে যায়। শুরু হয় দুপক্ষের বচসা। কেন সর্ষে ক্ষেতে জল দেওয়া হয়েছে তা নিয়ে প্রতিবাদ করায় জমির মালিককে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। অভিযোগ পার্শ্ববর্তী জমির মালিক মাসুদ উদ্দিন হাঁসোয়া দিয়ে আঘাত করে মাথায়।
ঘটনার খবর পেয়ে ছুটে যায় আব্দুল লতিবের পরিবারের সদস্যরা। অভিযোগ মাসুদ উদ্দিন তার দলবল নিয়ে সরিষার জমির মালিক ও তাঁর পরিবারের উপর চড়াও হয়। সর্ষে ক্ষেতে মালিকের পরিবারের চারজন গুরুতর আহত হন। স্থানীয়দের তৎপরতায় প্রথমে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চারজনের অবস্থা আশঙ্কা জনক হওয়াই। কর্তব্যরত চিকিৎসক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আক্রান্তরা। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, বজবজে (Budgebudge) বিয়ের অনুষ্ঠানে গুলি। আত্মীয়ের বিয়েতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা ( TMC Leader)। পুলিশ সূত্রে খবর, সোমবার ওই বিয়ের অনুষ্ঠানে শূন্যে গুলি ছোড়াকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়। সেইসময় গুলি ছিটকে তৃণমূল নেতা প্রসেনজিৎ মিত্রর পিঠে লাগে। এসএসকেএমে তৃণমূল নেতার অস্ত্রোপচার হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার পুলিশ (Diamond Harbour Police) জেলা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স নেই বলে পুলিশ সূত্রে খবর। তৃণমূল নেতার পরিবারের তরফে অভিযোগ না হওয়ায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে
আরও পড়ুন: Dengue Death: রাজ্যে আরও ভয়াবহ ডেঙ্গি, বাগুইআটিতে মৃত্যু ৮ বছরের বালিকার