Malda News: স্কুলের পোশাকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা নবম শ্রেণীর ছাত্রীর
পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, বছর আঠেরোর ওই ছাত্রী পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের বাসিন্দা। মালদার কেন্দ্রীয় বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রীও সে। ছাত্রীর বাবা পেশায় বিএসএফ কর্মী।
করুণাময় সিংহ, মালদা: স্কুলের পোশাক পরেই আত্মহত্যার (Suicide) চেষ্টা করল নবম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদা (Malda) থানার মঙ্গলবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একইসঙ্গে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে জানা গিয়েছে, এদিন দুপুর একটা নাগাদ স্কুল পোশাক পড়ে মঙ্গলবাড়ি ব্রিজ থেকে মহানন্দা নদীর মাঝখানে ঝাঁপ দেয় বছর আঠেরোর ওই ছাত্রী। নদীতে সেই সময় বেশ কয়েকজন স্নান করছিলেন। তাঁরাই ছাত্রীকে নদীতে ঝাঁপ দিতে দেখে সঙ্গে সঙ্গে এগিয়ে এসে উদ্ধার করেন। এলাকার বাসিন্দারা দ্রুত গোটা ঘটনাটা পুরাতন মালদা থানার পুলিশের কাছে জানান। খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পুলিশকর্মী আসেন। ভর দুপুরে ব্রিজ থেকে মহানন্দা নদীতে ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনায় তাকে উদ্ধারে এগিয়ে আসেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তাঁদের তৎপরতায় দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করা হলেও তার শরীরে আঘাত লেগেছে বলেও জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন - Malda News: মালদা মেডিক্যালের আউটডোরে ফের চুরি, গর্ভবতী মহিলার ব্যাগ হাতিয়ে নেওয়ার অভিযোগ
পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, বছর আঠেরোর ওই ছাত্রী পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের বাসিন্দা। মালদার কেন্দ্রীয় বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রীও সে। ছাত্রীর বাবা পেশায় বিএসএফ কর্মী। তাকে যখন জখম অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা, তার কাছ থেকে একটি পরিচয় পত্র উদ্ধার করেছে পুলিশ। সেই পরিচয় পত্র অনুযায়ীই ছাত্রীর নাম ও ঠিকানা জানা গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, কী কারণে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে ছাত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।