Malda News: মালদা মেডিক্যালের আউটডোরে ফের চুরি, গর্ভবতী মহিলার ব্যাগ হাতিয়ে নেওয়ার অভিযোগ
Malda News: মুক্তারা বিবির দাবি, তিনি বহির্বিভাগে পা রাখার পর থেকেই তাঁকে অনুসরণ করছিলেন হলুদ শাড়ি পরা এক মহিলা। প্রথমে বুঝতে পারেননি তিনি।
করুণাময় সিংহ, মালদা: হাসপাতালে এসে চিকিৎসা করাবেন, না ব্যাগপত্র সামলাবেন, মালদা মেডিক্যাল (Malda Medical College) কলেজ যে ভাবে চুরির (Theft) ঘটনা বেড়ে চলেছে দিন দিন, তাতে এই প্রশ্নেরই উত্তর খুঁজে চলেছেন রোগীরা। কারণ ফের সেখান থেকে চুরির ঘটনা সামনে এল। মোবাইল ফোন, সোনার কানের দুল, টাকা সমেত ব্যাগ চুরি গিয়েছে বলে অভিযোগ এক গর্ভবতী মহিলার (Pregnant Woman)।
বৃহস্পতিবার সকালে মালদা (Malda News) মেডিক্যাল কলেজের বহির্বিভাগে (Malda Medical college Outdoor) চিকিৎসা করাতে আসেন ওই গর্ভবতী মহিলা। ওই মহিলার নাম মুক্তারা বিবি। বাড়ি মানিকচক থানার মোহনা এলাকায়।মুক্তারা ন’মাসের গর্ভবতী। বৃহস্পতিবার সকালে আলট্রাসোনোগ্রাফি করাতে আসেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। সেখান থেকেই তাঁর ব্যাগ নিয়ে এক মহিলা চম্পট দেন বলে অভিযোগ।
মুক্তারা জানিয়েছেন, ছবি তোলার আগে কানের দুল খুলতে হয়েছিল। মোবাইল ফোন এবং টাকার সঙ্গে দুলটি সঙ্গে থাকা ব্যাগে ভরে রাখেন তিনি। সেই সময়ই হলুদ শাড়ি পরে থাকা এক মহিলা ব্যাগটি ছোঁ মেরে তুলে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ মুক্তারা বিবির।
মুক্তারা বিবির দাবি, তিনি বহির্বিভাগে পা রাখার পর থেকেই তাঁকে অনুসরণ করছিলেন হলুদ শাড়ি পরা ওই মহিলা। প্রথমে বুঝতে পারেননি তিনি। ছবি তুলতে ঢোকার আগে ব্যাগটি ধরতে দেন ওই মহিলাকে। সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে ওই মহিলা ব্যাগ নিয়ে চম্পট দেন বলে জানিয়েছেন মুক্তারা। ই মহিলা তক্কে তক্কে ছইলেন, সুযোগ মিলতেই ব্যাগ নিয়ে পালিয়েছেন বলে দাবি তাঁর।
তবে এই প্রথম নয়। এর আগেও মালদা মেডিক্যাল কলেজে চুরির অভিযোগ নিয়ে সরব হয়েছেন রোগীরা। গত নভেম্বরে সেখান থেকে ব্যাগপত্র চুরি যাওয়ার অভিযোগ করেছিলেন এক প্রসূতি। তাঁর অভিযোগ ছিল, ব্যাগপত্র জমা রেখে স্নানাগারে ঢুকেছিলেন তিনি। কিন্তু যে মহিলার হাতে ব্যাগ জমা দিয়েছিলেন, বেরিয়ে আর তাঁকে দেখতে পাননি। ফেরত পাননি ব্যাগও। বার বার এমন চুরির ঘটনায় হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীরা।