Malda : মধ্যযুগীয় বর্বরতা ! বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মহিলাকে মারধর করে কেটে নেওয়া হল চুল
Malda Woman Molestation : মহিলার আত্মীয়র স্ত্রী দাবি করেন, ' আমার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল, তাই নিয়েই গন্ডগোল।'
করুণাময় সিংহ, মালদা : বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মালদার ইংরেজবাজারের এক মহিলাকে মারধর করে কেটে নেওয়া হল চুল ! মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল মালদার ইংরেজবাজার।
কেটে নেওয়া হল মাথার চুল !
প্রথমে অকথ্য গালাগালি, তারপর মারধর তারপর কেটে নেওয়া হল মাথার চুল ! বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ঠিক এভাবেই নির্যাতনের মুখে পড়তে হল মহিলাকে। স্থানীয় সূত্রে খবর, কয়েকবছর আগে পরিবারের এক আত্মীয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান ওই যুবতী। সপ্তাহ তিনেক আগে সেই আত্মীয় আত্মঘাতী হলে বেপাত্তা হয়ে যান মহিলা। শুক্রবার সকালে বাড়ি ফিরে এলে যুবতীর ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে তাঁরই আত্মীয়দের বিরুদ্ধে।
'আমার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল'
ওই মহিলার আত্মীয়র স্ত্রী দাবি করেন, ' আমার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল, তাই নিয়েই গন্ডগোল। আমার স্বামী এই সম্পর্ক থেকে বেরোতে চেয়েছিলেন। কিন্তু ও ব্ল্যাকমেল করত। কিছুদিন আগে ওর জন্যই আমারা স্বামী আত্মহত্যা করেন। ' ঘটনাস্থলে গিয়ে যুবতীকে উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ। 'সম্পর্ক নিয়ে একটা গন্ডগোল ছিল। এর জন্যেই মহিলার চুল কেটে অত্যাচার করা হচ্ছিল। খবর পেয়ে আমরা এসে ওঁকে উদ্ধার করি।' জানালেন ইংরেজবাজার থানার সাব ইন্সপেক্টর সুবীর কুণ্ডু।
পুলিশ সূত্রে খবর, মহিলাকে নির্যাতনের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুনের চেষ্টার অভিযোগ ঘোলায়
অন্যদিকে আবার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) ঘোলার (Ghola) কর্ণমাধবপুরে মহিলাকে খুনের (Murder) চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ (Police)। অভিযোগ, বছর পঁয়ত্রিশের ওই মহিলার স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। উত্তর ২৪ পরগনার ঘোলা কর্ণমাধবপুরে রাতের অন্ধকারে মহিলাকে এলোপাথাড়ি কোপ মারে। গতকাল রাতে কর্ণমাধবপুর রায়পাড়া বাঁশবাগানের সামনে এলাকার মানুষ চিৎকারের আওয়াজ পায় এরপরই তারা ছুটে যেতেই দেখে, একজন মহিলা রক্তাক্ত অবস্থায় পরে আছে। দুজন যুবকের মধ্যে একজন পালিয়ে গেলেও আর একজনকে ধরে ফেলেন। পরে ঘোলা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে। গুরুতর জখম মহিলা আরজি কর হাসপাতালে ভর্তি। প্রণয়ঘটিত মনোমালিন্যের জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।