Malda News: তীব্র গরমে পোকার আক্রমণ, ঝরে যাচ্ছে আম ! মাথায় হাত চাষীদের
Malda Mango Farming going Big Loss: তীব্রদাবদহের ফলে পোকার উপদ্রব বেড়েছে। আর যে কারণে মালদার অর্থকারী ফসল আম ক্ষতির মুখে। মাথায় হাত আমচাষীদের।
মালদা: পয়লাবৈশাখের (Pohela Boishakh) আগে লাফিয়ে বাড়ছে গরম। তাপপ্রবাহের (Hit Wave) পূর্বাভাস গোটা রাজ্যে। আর এমন সময়েই গরমের জ্বালা ভুলিয়ে দিতে, গ্যালারি পেরিয়ে ছক্কা হাঁকায় ফলের রাজা। আজ্ঞে হ্যাঁ, ঠিকই ধরেছেন। আম ছাড়া কি, বাঁচা যায় এই গরমে। কিন্তু এহেন সময়েই এল খারাপ খবর। এল সেই আমের দেশের বাড়ি থেকেই। তীব্র দাবদাহ ও পোকার আক্রমণ। ঝরে যাচ্ছে আম। আশঙ্কা বাড়িয়ে খবর দিল মালদার আমচাষীরা (Mango Farmers)।
তীব্র গরমে পোকার আক্রমণ, ঝরে যাচ্ছে আম, মাথায় হাত আমচাষীদের
গত কয়েকদিনের তীব্রদাবদহের ফলে পোকার উপদ্রব বেড়েছে। আর যে কারণে মালদার অর্থকারী ফসল আম ক্ষতির মুখে। মাথায় হাত আমচাষীদের। চিন্তিত মালদা জেলা উদ্যানপালন ও বাগিচা দপ্তরের আধিকারিকেরা। জরুরী ভিত্তিতে এই পোকা উপদ্রব কমাতে আমচাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। মালদা জেলাতে ৩৩ হাজার হেক্টর জমিতে আমচাষ হয়। এই বছর চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। পোকা আক্রমণের ফলে আম উৎপাদনের যে টার্গেট জেলা উদ্যান পালন ও বাগিচা দফতরের কর্তারা আশা করেছিলেন তাতে ভাঁটা পড়তে পারে, এমনই আশঙ্কা করছেন তারা।
'যদিও বছরের শুরুটা অন্যরকম ছিল'
যদিও এই বছরের শুরুতে আম উৎপাদনে অনুকূল আবহাওয়ার ফলে চাষী থেকে ব্যবসায়ী সকলেই খুশিতে ছিলেন। সময়ের আগেই মালদার আমবাগান মুকুলে পরিপূর্ণ হয়ে ওঠে। আমজনতাও মালদার আমের স্বাদ অল্প খরচে পাবে আশা করেছিলেন এমন। কিন্তু গত কয়েকদিনের তীব্রদাব কপালে ভাঁজ ফেলেছে সকলের। মালদার আমে দেখা গিয়েছে দয়ে বা দুধিয়া পোকার আক্রমণ। আমের গাছ বেয়ে গুটি গুটি সাদা পোকা আমের বোটায় গিয়ে সব রস চুষে নিয়ে আমকে ঝরিয়ে দিচ্ছে। আর যা নিয়ে চিন্তিত আম চাষীরা।
আরও পড়ুন, 'ভুল প্রশ্নের উত্তরদাতাদের নম্বর দিতে হবে', নির্দেশ হাইকোর্টের
কীভাবে কমবে এই পোকার উপদ্রব ?
আম চাষী অনুকূল প্রামানিক বলেন, 'যেহারে এই পোকার উপদ্রব বেড়েছে। তাতে আমকে বাঁচিয়ে রাখা দায় হয়ে দাড়িয়েছে। ঋণ নিয়ে আমচাষ করেছিলাম। প্রথমে মুকুল ভাল হওয়ায় আশা করেছিলাম, এবার হয়তো ফলন ভাল হবে। দুটো পয়সার মুখ দেখব। আজ হতাশ। রাজ্য সরকারের কাছে আবেদন, দ্রুত এইপোকা উপদ্রব থেকে আম রক্ষা করার ব্যবস্থা করা হোক।' অন্যদিকে আমচাষী অনিল দাসের জন্য জেলা উদ্যান পালন দপ্তরকে দায়ী করেছে। উদ্যানপালন দপ্তরের আম চাষীদের নিয়ে কোনও ভ্রুক্ষেপ নাই। আম চাষ নিয়ে কোনও প্রশিক্ষণ বা সহযোগিতা তারা উদ্যানপালন দপ্তরের কাছ থেকে পান না বলে অভিযোগ তুলেছেন তারা। জেলা উদ্যান পালন বাগিচা দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, 'পোকা উপদ্রব শুরু হয়েছে। তীব্র দাবদহ চলছে। এই সময় সংবেদনশীল পোকা মারার কীটনাশক স্প্রে করার পরামর্শ দেন। এছাড়া নিম তেল জাতীয় জিনিস জলে মিশিয়ে স্প্রে করলে এই দয়ে পোকা উপদ্রব কমে যাবে।'