Mamata Banerjee: রাজ্যে সরকারি চাকরি পেতে গেলে বাংলা ভাষা জানা জরুরি: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: "ভিনরাজ্যের কেউ বাংলা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যা হয়। যেখানে যে কারখানা হবে, সেখানে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার।'' বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee।
মালদা: রাজ্যে (West Bengal) সরকারি চাকরি পেতে গেলে বাংলা ভাষা জানা জরুরি। মালদায় (Malda) প্রশাসনিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন বৈঠকে তিনি বলেন, "ভিনরাজ্যের কেউ বাংলা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যা হয়। যেখানে যে কারখানা হবে, সেখানে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার।''
এদিন মালদায় মুখ্যমন্ত্রী বলেন, ‘ভুল থাকলে ধরিয়ে দিন, ঘোঁট পাকাবেন না। ঠিকঠাক প্রকল্পের রূপায়ণ করতে হবে।কাজে কোনওরকম দেরি করা যাবে না। ১-১০ জানুয়ারি এবং ২০-৩০ জানুয়ারি ফের দুয়ারে সরকার প্রকল্প।’’ একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে মমতা বলেন, “কেন্দ্র বাংলার সঙ্গে বঞ্চনা করছে। কেন্দ্র বাংলাকে বঞ্চনা করলেও উন্নয়নের কাজ থামেনি।’’
এরপরই মমতা (Mamata Banerjee) বলেন, “যেখানে যে কারখানা হবে, সেখানে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার। রাজ্যে সরকারি চাকরি পেতে গেলে বাংলা ভাষা জানা জরুরি। ভিনরাজ্যের কেউ বাংলা না জেনে চাকরি পেলে ভাষাগত সমস্যা হয়।’’ তাঁর কথায়, “সব রাজ্যের জন্য বলছি সেই রাজ্যে ছেলেমেয়েদের অগ্রাধিকার দেওয়া উচিত। বাংলা হলে বাংলা। যে ভাষাভাষি হোক না কেন আপত্তি নেই। বাংলা ভাষা জানতে হবে। কেউ কোনও সমস্যা নিয়ে BDO, SDO বা স্থানীয় প্রশাসনের কাছে যাচ্ছে, না পারছে চিঠি পড়তে, না পারছে উত্তর দিতে। স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক। স্থানীয় ভাষা না জানলে সমস্যার সমাধান করবে কী করে।’’
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকে নানা বিধায়কের এলাকার উন্নয়নের জন্য নানা দাবি। আর তা শুনে গতকাল কার্যত ধমক দেন মুখ্যমন্ত্রী। করণদিঘির তৃণমূল বিধায়ক কিংবা বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক। উন্নয়নের স্বার্থে নানা দাবির কথা জানান মুখ্যমন্ত্রীর কাছে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, “আগামী ২ বছর কিছু চাইবে না। এখন ভালো করে কাজ করুন।’’
আরও পড়ুন: Mamata Banerjee: ‘কেন্দ্র বাংলাকে বঞ্চনা করলেও উন্নয়নের কাজ থামেনি’, প্রশাসনিক বৈঠকে বার্তা মমতার