RG Kar Protest: 'ক্ষতি হচ্ছে পড়াশোনার..', ধর্না মঞ্চেই চালু এবার 'অভয়া ক্লাস রুম'
RG Kar Protest Avhaya Class room: 'আন্দোলন বন্ধ করা যাবে না, এদিকে ক্ষতি হচ্ছে পড়াশোনার', ঘাটতি পূরণ করতে চালু অভয়া ক্লাস রুম, ধর্না মঞ্চে জুনিয়র চিকিৎসকদের এসে ক্লাস নিচ্ছেন সিনিয়ররা
করুণাময় সিংহ, মালদা: অভয়া ক্লিনিকের পর এবারে অভয়া ক্লাস রুম। আন্দোলনের জেরে যাতে পড়াশোনার ক্ষতি না হয় তাই মালদা মেডিকেল কলেজে চালু হল অভয়া ক্লাস রুম। কোনও এসি রুমে নয়, ধর্না মঞ্চে জুনিয়র চিকিৎসকদের এসে ক্লাস নিচ্ছেন সিনিয়র রেসিডেন্টরা।
'এই সময় আন্দোলন বন্ধ করা যাবে না, এদিকে ক্ষতি হচ্ছে পড়াশোনার', সেই ঘাটতি পূরণ করতে এবারে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অভয়া ক্লাসের সিদ্ধান্ত নেন পড়ুয়ারা। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এগিয়ে আছেন সিনিয়র রেসিডেন্ট ডক্টররা। মেডিকেল কলেজের সামনে ধর্নামঞ্চে জুনিয়র চিকিৎসকদের পড়ালেন সিনিয়র রেসিডেন্টরা। লাগাতার এই ধরণের ক্লাস চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।
অপরদিকে,আরজিকর কাণ্ডে রোদ-বৃষ্টি মাথায় নিয়েই ৫দিনে ডাক্তারদের মিশন স্বাস্থ্যভবন। লম্বা লড়াইয়ের প্রস্তুতি। স্বাস্থ্য ভবনের সামনে তৈরি করা হয়েছে ফুড কাউন্টার। দরকারে সেখান থেকে মিলবে ওষুধও। আন্দোলনের সমর্থনে চিকিৎসকদের সঙ্গে যোগ দিচ্ছেন শিল্পী থেকে সাধারণ মানুষ। বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।এক সন্তানকে হারিয়েছেন বাবা-মা। কেউ হারিয়েছেন সহপাঠীকে। কেউ হারিয়েছেন বন্ধুকে। কারওবা বুকের ভেতর দিদি বা বোনকে হারানোর যন্ত্রণা। সব যন্ত্রণা, সবার যন্ত্রণাই যেন মিশে গেছে একসঙ্গে। জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন হয়ে। চিকিৎসকদের এই আন্দোলনে সামিল হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ।শুধু সঙ্গে থাকাই নয়, বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত।
অপরদিকে, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে এদিন এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে এদিন ধর্না মঞ্চে এসে মুখ্যমন্ত্রী বলেন, 'এটাই আমার শেষ চেষ্টা, ভরসা করলে বিচার পাবেন।' এদিন তিনি বলেন,'আমি আন্দোলনের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। আমার পোস্ট বড় কথা নয়, মানুষের পোস্ট বড় কথা। কাল ঝড়-জলে আপনারা কষ্ট করে বসে ছিলেন, আমিও কষ্ট পেয়েছি। আপনারা ৩৩-৩৪ দিন রাস্তায় বসে আছেন, আমিও জেগে থেকেছি। আর কষ্ট না করে কাজে ফিরুন। প্রতিশ্রুতি দিচ্ছি, কথা বলে আপনাদের দাবি নিয়ে চিন্তাভাবনা করব। আমাকে একটু সময় দিন।'
আরও পড়ুন, বাইরে প্রবল বর্ষণ, গভীর ঘুমে আচ্ছন্ন পরিবার, আচমকাই ভেঙে পড়ল বাঁকুড়ার মাটির বাড়ি ..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।