Malda Weather Update: ডিসেম্বরের শেষ জাঁকিয়ে ঠান্ডা মালদায়, দেখে নিন আবহাওয়ায়
২৩ ডিসেম্বর (December) মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি।
মালদায় আজকের আবহাওয়া (Malda Weather)
২৩ ডিসেম্বর (December) মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আংশিক মেঘলা আকাশ। আগামী ৬ দিনে পরিষ্কার আকাশ থাকবে। বিস্তৃত এলাকাতে ধোঁয়াশা থাকায় সকালের দিকে দৃশ্যমানতা আজও কম ছিল। বেলার দিকে পরিষ্কার আকাশ। রাতের দিকে প্রধানত মেঘলা আকাশ। বিস্তৃত এলাকাতে ধোঁয়াশা থাকার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৭ শতাংশ। হাওয়ার গতিবেগ ৩.৬ কিলোমিটায়/ঘণ্টা। আগামী ৭ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যান্য
সূর্যোদয়-ভোর ৬.১৮
সূর্যাস্ত- বিকেল ৪.৫৩
চন্দ্রোদয়- রাত ৮: ৩১
চন্দ্রাস্থ- সকাল ৯: ২৮
একনজরে বঙ্গের আবহাওয়া (West Bengal Weather)
বছর শেষে শীতের ধুন্ধুমার ব্যাটিং। পরপর দু’ দিন কলকাতায় ১১ ডিগ্রিতে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। জেলাগুলিতে তাপমাত্রা ১০-এর কাছাকাছি। সব মিলিয়ে পৌষের শুরু থেকেই বঙ্গে জমিয়ে ব্যাটিং শীতের।
ভৌগোলিক অবস্থান (Malda Gepgraphical Situation):
কলকাতা (Kolkata) থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে কালিন্দী (Kalindi River) ও মহানন্দা নদীর (Mahananda River) সঙ্গমস্থলে অবস্থিত ৩,৭৩৩,৬৬ বর্গ কিমি এলাকাজুড়ে মালদা জেলার (Malda District) অবস্থান। এর দক্ষিণে রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad), উত্তরে উত্তর দিনাজপুর (North Dinajpur) এবং পূর্বে বাংলাদেশ (Bangladesh)এবং উত্তর-পূর্বে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur)। পশ্চিম দিক ঝাড়খণ্ড (Jharkhand) ও বিহারের (Bihar) সঙ্গে সীমানা ভাগ করেছে মালদা। ভূমিরূপ প্রধানত সমতল হলেও কিছু জায়গায় উঁচু-নিচু রয়েছে। নদী বেষ্টিত হওয়ার কারণে এবং গঙ্গার পলি মাটির কারণে চাষের দিক থেকেও সমৃদ্ধ এই জেলা।
আপেক্ষিক জলবায়ু:
মালদা মূলত চরম জলবায়ুর (Extreme Climate) জেলা। অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রারও ব্যাপক পরিবর্তন ঘটে। গ্রীষ্মে অতি গরম এবং শীতে অতিরিক্ত ঠাণ্ডা। বর্ষায় ভারী বৃষ্টিপাত।
তথ্য সূত্র: mausam.imd.gov.in ও www.imdkolkata.gov.in