Mamata On Kalyani AIIMS: 'মেন্টাল হেলথের নাম করে, পরোক্ষভাবে NRC এর নামে একটা সার্ভে করছে...', কল্যাণী এইমসকে নিশানা মুখ্যমন্ত্রীর
Mamata On Voter List: 'অনেক এজেন্সি বাড়ি গিয়ে সার্ভে করছে, ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ দেওয়ার জন্য..', বাংলার বাসিন্দার জন্য বড়সড় সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: কবে থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে SIR ? মূলত বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এদিকে পশ্চিমবঙ্গে বছর পেরোলেই ছাব্বিশের বিধানসভা ভোট। তাই এই ইস্যুতে নানা গুঞ্জন রাজনৈতিক মহলে। এদিকে ঠিক এমন সময়েই আজ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, বাংলার মানুষকে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন, 'প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে..', ঘোষণা মুখ্যমন্ত্রীর, জেনে নিন, কারা পাবেন এই সুবিধা ?
'অনেক এজেন্সি বাড়ি গিয়ে সার্ভে করছে, ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ দেওয়ার জন্য..'
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আচ্ছা আপনাদের আমি আরেকটা কথা বলতে অনুরোধ করব। আমার কাছে আজকে খবর এসেছে, কল্যাণী AIIMS, কেন্দ্রীয় সরকারের অধীনে। তাঁরা ভাল কাজ করুক, জায়গা জমি সব আমরা দিয়েছি। অনেক সাহায্য করেছি। কিন্তু যখন উদ্ধোধন করে, তখন কিন্তু আমাদের জানায় না। আমাদের প্রয়োজনও নেই। কাজ করা আমাদের কর্তব্য। আমরা করেও দিয়েছি। ..কিন্তু ওরা কী করছে ! মেন্টাল হেলথের নাম করে, পরোক্ষভাবে NRC এর নামে একটা সার্ভে করছে। আমি সমস্ত জন সাধারণকে আবেদন করব, যে কোনও সংস্থা, যদি আপনাদের কাছে, কোনও বাড়িতে কোনও বিষয়ে সার্ভে করতে যায়, তাহলে আপনারা রাজ্য সরকারের কাছে কোয়ারি (অনুসন্ধান) করে জেনে নেবেন। রাজ্য সরকার যদি কোনওজিন সার্ভে করে, আপনাদের জানিয়ে দেবে। কিন্তু রাজ্য সরকার এই দায়িত্বগুলি নেবে না। মেন্টাল হেলথ কটা থাকে ? মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে, একটা পার্টির হয়ে কাজ করা ! সরাসরি পার্টির হয়ে করুক না। লোক নেই বলে ? বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আর কল্যাণী AIIMS-কে আমি বলব, আপনারা ভাল করে কাজ করুন। রোগীদের সুস্থ করুন। আমরা আপনাদের অনেক সাহায্য করেছি। আগামীদিনেও করব। দয়া করে এই খেলাটা খেলবেন না। রাজ্য সরকারের নিজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আছে। এটা রাজ্য সরকার করে। এটা আপনার কাজ নয়। কাজেই এটা কিন্তু পরোক্ষে অনেক এজেন্সি অনেক সংস্থার নাম করে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে, ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ দেওয়ার জন্য। কাজেই সজাগ থাকুন। সতর্ক থাকুন। কাউকে কোনও ডিটেলস দেবেন না। একমাত্র রাজ্য সরকারের অফিশিয়াল লোক ছাড়া।'






















